ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নূর-১ সঠিকভাবে কাজ করছে: আইআরজিসি
-
নূর-১ উৎক্ষেপণ (ফাইল ফটো)
ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর-১ মহাকাশে সাফল্যের সঙ্গে কাজ অব্যাহত রেখেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ড আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
ইরানের প্রথম সামরিক উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ ও এর আনুষ্ঠানিক মিশন শুরুর বার্ষিকী উপলক্ষে এটির সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য সরবরাহ করেছে অ্যারোস্পেস ফোর্স। আগামীকাল শুক্রবার এই ক্ষেপণাস্ত্রের আনুষ্ঠানিক মিশন শুরুর এক বছর পূর্ণ হবে। আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, নূর-১ উপগ্রহ এ পর্যন্ত ছয় হাজার বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছে।
নূর-১ উপগ্রহ উৎক্ষেপণ ও আনুষ্ঠানিকভাবে মিশন শুরুর বার্ষিকী উপলক্ষে এর বিকন সিগনাল সচল রাখা হয়েছে। আগামীকালও তা সচল থাকবে। এর ফলে পৃথিবীর যেকোনো স্থান থেকে এর সংকেত গ্রহণ করা যাবে।
অ্যারোস্পেস ফোর্স কমান্ড আরও জানিয়েছে, বহুমুখী কাজে ব্যবহারযোগ্য নূর-১ স্যাটেলাইট প্রতিদিনই পৃথিবীতে ডেটা পাঠাচ্ছে।
২০২০ সালের ২২ এপ্রিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সাফল্যের সঙ্গে পৃথিবীর কক্ষপথে নূর স্যাটেলাইট স্থাপন করে। ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশতে কাভির থেকে নূর উপগ্রহকে নিক্ষেপ করা হয়। এটিকে কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক-রকেট কাসেদ বা বার্তাবাহক।#
পার্সটুডে/এসএ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন