সব ফিলিস্তিনি অবশ্যই তাদের নিজ মাতৃভূমিতে ফিরবে: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i91168-সব_ফিলিস্তিনি_অবশ্যই_তাদের_নিজ_মাতৃভূমিতে_ফিরবে_ইরানের_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ০৫, ২০২১ ১৬:৩৬ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।

রুহানি বলেন, 'দেশের জনগণকে বলছি ওদের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়ে গেছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে খুব শিগগিরই সব নিষেধাজ্ঞা তুলে নেবে তারা।'

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রতিপক্ষ এটা ভালোকরেই জানে আইনের পথে ফিরে আসা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই, তাদেরকে পরমাণু সমঝোতায় ফিরতেই হবে। 

রুহানি বলেন, এখন ইহুদিবাদীদের মাতমের সময় চলছে। কারণ তারা আমেরিকার মাধ্যমে ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। পাশাপাশি পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে ইরানের দূরত্ব সৃষ্টির ষড়যন্ত্রও সফল হয়নি।

তিনি আসন্ন কুদস দিবস উপলক্ষে বলেন, আগামী শুক্রবার বিশ্ব কুদস দিবস। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে এটি একটি গৌরবময় দিন। রুহানি আরও বলেন, সব ফিলিস্তিনি অবশ্য তাদের নিজ ভূখণ্ডে ফিরে যাবে এবং মসজিদুল আকসা ও  আল-কুদস মুক্ত হবে।

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।