আমরা নিশ্চিত নই যে, ভিয়েনা আলোচনার উপসংহারে পৌঁছানো সম্ভব: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i92190-আমরা_নিশ্চিত_নই_যে_ভিয়েনা_আলোচনার_উপসংহারে_পৌঁছানো_সম্ভব_আরাকচি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনায় প্রধান পরমাণু আলোচক সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, "আমরা এখনো নিশ্চিত নই যে, ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে ভিয়েনা আলোচনায় একটি ইতিবাচক উপসংহারে পৌঁছানো সম্ভব।"
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
মে ২৬, ২০২১ ১১:২৮ Asia/Dhaka
  • সাইয়েদ আব্বাস আরাকচি
    সাইয়েদ আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনায় প্রধান পরমাণু আলোচক সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, "আমরা এখনো নিশ্চিত নই যে, ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে ভিয়েনা আলোচনায় একটি ইতিবাচক উপসংহারে পৌঁছানো সম্ভব।"

ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে গতকাল (মঙ্গলবার) দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি এ মন্তব্য করেন।

ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের সঙ্গে পঞ্চম দফা আলোচনা শেষে আব্বাস আরাকচি প্রেস টিভির সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ভিয়েনা আলোচনায় অনেক অগ্রগতি হওয়ার পরেও তিনি এখনো নিশ্চিত নন যে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে চূড়ান্ত সমঝোতা প্রতিষ্ঠিত হবে।

ইরানের এ আলোচক বলেন, সর্বশেষ দফা আলোচনায় বিভিন্ন ইস্যুতে অগ্রগতি হয়েছে কিন্তু তারপরও বেশ কিছু মৌলিক ইস্যু অমীমাংসিত অবস্থায় রয়েছে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে সেগুলোর মীমাংসা জরুরী।

আব্বাস আরাকচি বলেন, আমরা নিশ্চিত নই যে, পরের দফা আলোচনায় এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তিনি বলেন, "সমঝোতার অন্যপক্ষগুলো কতটা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে পারে তার ওপরই বাকি বিষয়গুলো নির্ভর করছে। এ কারণে আমি নিশ্চিত করে বলতে পারছি না যে, সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে চূড়ান্ত চুক্তি হবে, তবে এটি সম্ভব।"#

পার্সটুডে/এসআইবি/এআর/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।