এখনও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i93004-এখনও_সর্বোচ্চ_চাপ_প্রয়োগের_নীতি_অনুসরণ_করছে_আমেরিকা_ইরান
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানঞ্চি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রয়েছে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এ কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২১ ১৮:৫৯ Asia/Dhaka
  • রাভাঞ্চি
    রাভাঞ্চি

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানঞ্চি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রয়েছে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এ কথা বলেছেন।

তিনি আরও বলেছেন, আমেরিকার নয়া সরকার পরমাণু সমঝোতা সম্পর্কে তাদের নীতিতে পরিবর্তন আনার দাবি করছে কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ দেখা যাচ্ছে না। এগুলো কেবলি তাদের মুখের কথা।

তাখতে রাভাঞ্চি আরও বলেছেন, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণে ইরান এখনও বিদেশে আটকে থাকা অর্থ ব্যবহার করতে পারছে না। এই অর্থ দিয়ে চিকিৎসা সামগ্রী পর্যন্ত কেনার সুযোগ দেওয়া হচ্ছে না।

ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকার সদিচ্ছা প্রমাণের একটা প্রাথমিক ক্ষেত্র হচ্ছে ভিয়েনা আলোচনা। তবে প্রকৃতপক্ষে তারা আন্তরিক কিনা তা যাচাই হবে নিষেধাজ্ঞা কার্যক্ষেত্রে উঠছে কিনা তার উপর। ইরান এ বিষয়টি যাচাই করবে দেখবে। #

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।