ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের শেষ বির্তক চলছে; আজকের বিষয় জনগণের উদ্বেগ-উৎকণ্ঠা
https://parstoday.ir/bn/news/iran-i93006-ইরানের_প্রেসিডেন্ট_প্রার্থীদের_শেষ_বির্তক_চলছে_আজকের_বিষয়_জনগণের_উদ্বেগ_উৎকণ্ঠা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সাত প্রার্থীর মধ্যে তৃতীয় ও শেষ টিভি বিতর্ক শুরু হয়েছে। ইরান সময় বিকেল ৫টায় এই বিতর্ক শুরু হয়েছে। তিন ঘণ্টা ধরে এ বিতর্ক চলবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২১ ১৯:১৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের শেষ বির্তক চলছে; আজকের বিষয় জনগণের উদ্বেগ-উৎকণ্ঠা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সাত প্রার্থীর মধ্যে তৃতীয় ও শেষ টিভি বিতর্ক শুরু হয়েছে। ইরান সময় বিকেল ৫টায় এই বিতর্ক শুরু হয়েছে। তিন ঘণ্টা ধরে এ বিতর্ক চলবে।

আজকের বিতর্কের বিষয় হচ্ছে 'জনগণের উদ্বেগ-উৎকণ্ঠা'। গত দুই বিতর্কে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।

গত দুই দফা বিতর্কের মতো এবারও লটারির মাধ্যমে প্রার্থীদের চেয়ার নির্ধারণ করা হয়েছে। প্রতিটি চেয়ারের রয়েছে আলাদা ক্রমিক নম্বর। গত শনিবার প্রথম টিভি বিতর্ক ও মঙ্গলবার দ্বিতীয় বিতর্কে অংশ নেন সাত প্রার্থী।

এরিমধ্যে আজকের বিতর্ক জমে উঠেছে। প্রার্থীরা জনগণের নানা উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন।

এরপর আগামী ১৮ জুন শুক্রবার ভোট গ্রহণ করা হবে। প্রতিটি বিতর্কই ইরানের একাধিক টিভি ও রেডিও চ্যানেল থেকে সম্প্রচারিত হচ্ছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১ততম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত সাত প্রার্থী হলেন, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।#  

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।