ভিয়েনা আলোচনার সব পক্ষ সফল উপসংহারে পৌঁছাতে চায়, কিন্তু…
https://parstoday.ir/bn/news/iran-i93028-ভিয়েনা_আলোচনার_সব_পক্ষ_সফল_উপসংহারে_পৌঁছাতে_চায়_কিন্তু
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, অস্ট্রিয়ার রাজধানীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে যে আলোচনা চলছে তাতে সবাই একটি সফল সমাপ্তি চায়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ১৩, ২০২১ ১০:২২ Asia/Dhaka
  • ভিয়েনা আলোচনার ফাইল ফটো
    ভিয়েনা আলোচনার ফাইল ফটো

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, অস্ট্রিয়ার রাজধানীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ব্যাপারে যে আলোচনা চলছে তাতে সবাই একটি সফল সমাপ্তি চায়।

গতকাল (শনিবার) এক টুইটার পোস্টে রাশিয়ার রাষ্ট্রদূত একথা বলেন। তিনি বলেন, ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা যত তাড়াতাড়ি সম্ভব আলোচনাকে একটি সফল সমাপ্তির পথে নেয়ার জন্য তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

রাশিয়ার পক্ষ থেকে ভিয়েনা আলোচনায় উলিয়ানভ তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরো বলেন, “আমরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে চাই তবে সবার আগে একটি মানসম্মত ফলাফল আসতে হবে।”

ভিয়েনায় বর্তমানে ষষ্ঠ রাউন্ডের আলোচনা চলছে। এই দফার আলোচনা শুরুর আগে উলিয়ানভ আরেকটি টুইটার পোস্টে বলেছিলেন, আলোচনায় অংশ গ্রহনকারীরা পারস্পরিক মতবিনিময় করবেন যে, কিভাবে একটি প্রত্যাশিত সফল সমাপ্তির দিকে এই আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।