শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ভোট
https://parstoday.ir/bn/news/iran-i93346-শান্তিপূর্ণভাবে_অনুষ্ঠিত_হচ্ছে_ইরানের_প্রেসিডেন্ট_ভোট
শান্তিপূর্ণভাবে ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশে ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত কোন প্রকার সমস্যা ছাড়াই চলছে প্রেসিডেন্ট ভোটসহ সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ১৮, ২০২১ ১৬:৪১ Asia/Dhaka

শান্তিপূর্ণভাবে ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশে ভোটগ্রহণ চলছে। এ পর্যন্ত কোন প্রকার সমস্যা ছাড়াই চলছে প্রেসিডেন্ট ভোটসহ সিটি কাউন্সিল ও স্থানীয় পরিষদ এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন।

আজ সকাল ৭টা থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিত দেখা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।  বিভিন্ন শহর ও গ্রামের ভোটাররা মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন। আজ (শুক্রবার) ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি।এর আগে অন্যতম প্রার্থী মেহের আলীজাদে অপর সংস্কারপন্থী প্রার্থী আব্দুন নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনি লড়াই থেকে সরে দাঁড়ান এবং অন্য দুই প্রার্থী আলীরেজা যাকানি ও সাঈদ জালিলি নিজেদের প্রত্যাহার করে নিয়ে সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতি সমর্থন ঘোষণা করেন।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।