আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i93448-আগামীকাল_সংবাদ_সম্মেলন_ডেকেছেন_ইরানের_নবনির্বাচিত_প্রেসিডেন্ট
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২০, ২০২১ ১৭:১১ Asia/Dhaka
  • রায়িসি
    রায়িসি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন।

আগামীকাল ইরান সময় বিকেল ২টায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়লাভের পর এটিই তার প্রথম সংবাদ সম্মেলন। এই সম্মেলনে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন।

নয়া সরকার গঠনের প্রক্রিয়া ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত নানা বিষয়ে কথা বলবেন তিনি।

 

১৮ জুন শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি প্রায় এক কোটি ৮০ লাখ ভোট পেয়েছেন যা মোট প্রদত্ত ভোটের প্রায় ৬২ শতাংশ।

আগামী দেড় মাসের মধ্যেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।