ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র শিগগিরই আবার চালু হবে
https://parstoday.ir/bn/news/iran-i93500-ইরানের_বুশেহর_পরমাণু_বিদ্যুৎ_কেন্দ্র_শিগগিরই_আবার_চালু_হবে
কারিগরি সমস্যার কারণে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২১, ২০২১ ১৬:২৫ Asia/Dhaka
  • বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র
    বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র

কারিগরি সমস্যার কারণে ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর ফলে সেখান থেকে ইরানের জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

ইরানের বিদ্যুৎ বিভাগকে একদিন আগেই এ সংক্রান্ত তথ্য সরবরাহ করা হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে বিদ্যুৎ বিভাগ।

ইরানের পরমাণু শক্তি সংস্থার জনসংযোগ বিভাগ আজ (সোমবার) এক বিবৃতিতে বলেছে, বুশেহর পরমাণু কেন্দ্রে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সারিয়ে তুলতে কয়েক দিন লাগবে। এ কারণে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ থাকবে। কয়েক দিনের মধ্যেই আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Image Caption

 

ইরান বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বিভিন্ন  উপায়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে দেশটি। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ইরাকসহ প্রতিবেশী কয়েকটি দেশে বিদ্যুৎ রপ্তানি করে ইরান সরকার।#  

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।