ইরানের উন্নয়নে নিষেধাজ্ঞার প্রভাব নেই, তথ্য-উপাত্ত দেখুন: বাইডেনের প্রতি জারিফ
(last modified Thu, 15 Jul 2021 11:09:47 GMT )
জুলাই ১৫, ২০২১ ১৭:০৯ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, নানা তথ্য-উপাত্ত থেকে স্পষ্ট ইরানের উন্নয়নে নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি। তিনি এসব তথ্য-উপাত্ত দেখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানের পরমাণু সমঝোতা সইয়ের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে তিনি এ আহ্বান জানান।

জারিফ আরও বলেছেন, ছয় বছর আগে এমনি এক দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি ইস্যুকে যুদ্ধ ছাড়াই সমাধান করা হয়।

তিনি আরও বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তখন বুঝতে পারেন তার দৃষ্টিতে যে নিষেধাজ্ঞা সব কিছুকে অচল করে দিতে পারে সেই নিষেধাজ্ঞা ইরান ও দেশটির সেন্ট্রিফিউজগুলোকে অচল করার ক্ষমতা রাখে না। ডোনাল্ড ট্রাম্পও ভেবেছিলেন তার সর্বোচ্চ চাপ সব কিছুকে অচল করতে পারবে, কিন্তু কোনো দিনই তা ঘটবে না।

জারিফ বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এসব তথ্য-উপাত্ত দেখা উচিত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত পেজে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা এবং ইরানের পরমাণু কর্মসূচির উন্নয়ন সংক্রান্ত তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান তুলে ধরেছেন। সেখানে এটা স্পষ্ট মার্কিন নিষেধাজ্ঞা ইরানর উন্নয়নে প্রভাব ফেলতে পারেনি।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।