মধ্যপ্রাচের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উন্মোচন করল ইরান
(last modified Fri, 30 Jul 2021 01:55:26 GMT )
জুলাই ৩০, ২০২১ ০৭:৫৫ Asia/Dhaka

মধ্যপ্রাচ্যের সবচেয়ে দীর্ঘ সুড়ঙ্গ পথ উদ্বোধন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ‘আলবুর্জ টানেল’ নামে এই প্রকল্প বাস্তবায়ন করতে ইরানের সরকার ১৬ কোটি ডলার ব্যয় করেছে।

গতকাল (বৃহস্পতিবার) ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সুড়ঙ্গ পথের উদ্বোধন করেন। সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ আলবুর্জ পর্বতমালার উত্তরাঞ্চলে নির্মাণ করা হয়েছে। রাজধানী তেহরান থেকে কাস্পিয়ান সাগরের উপকূলবর্তী শহরগুলোতে কম খরচে এবং সহজে যাতে ভ্রমণ করা যায় সেই লক্ষ্য নিয়ে এই দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছে।

নব নির্মিত সুড়ঙ্গ পথ

তেহরান-শোমাল হাইওয়েতে যে বিশাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তার দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে সাড়ে ছয় কিলোমিটার সুড়ঙ্গ পথ তৈরি।

গতকাল প্রেসিডেন্ট রুহানি এই সুড়ঙ্গ পথ ছাড়াও ইরানের বিভিন্ন অংশে বাস্তবায়িত পাঁচটি গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প উদ্বোধন করেন। আগামী ৫ আগস্ট প্রেসিডেন্ট রুহানির দ্বিতীয় মেয়াদের ক্ষমতা শেষ হবে।#

পার্সটুডে/এসআইবি/৩০