ইসরাইলের সন্দেহজনক গতিবিধি আমাদের পর্যবেক্ষণে রয়েছে: ইরান
(last modified Wed, 11 Aug 2021 04:01:37 GMT )
আগস্ট ১১, ২০২১ ১০:০১ Asia/Dhaka
  • মঙ্গলবার তেহরানে শামখানির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন ফুয়াদ হোসেইন
    মঙ্গলবার তেহরানে শামখানির সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন ফুয়াদ হোসেইন

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের সন্দেহজনক আচরণ আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। তেহরান সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইনের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।

মঙ্গলবার শামখানির দফতরে অনুষ্ঠিত বৈঠকে তিনি আরো বলেন, আমেরিকা ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইল পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, তবে আমরা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বিপন্নকারী যেকোনো আচরণ ও নেপথ্য পরিকল্পনার ওপর সজাগ দৃষ্টি রাখছি এবং এ ধরনের কূটকৌশল ব্যর্থ করে দেয়ার পূর্ণ সামর্থ্য আমাদের রয়েছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার কুচক্রী ও বিপজ্জনক সামরিক উপস্থিতির প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ অঞ্চলে যতদিন মার্কিন সামরিক উপস্থিতি থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমবে না।

সাক্ষাতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের নিরাপত্তা বিপন্ন হয় এমন কোনো তৎপরতা ইরাকের মাটিতে চালাতে দেয়া হবে না। তিনি তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।