ইরানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৬৮ জন
(last modified Thu, 12 Aug 2021 12:16:01 GMT )
আগস্ট ১২, ২০২১ ১৮:১৬ Asia/Dhaka
  • ইরানে আবার বেড়েছে করোনার তাণ্ডব
    ইরানে আবার বেড়েছে করোনার তাণ্ডব

ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন অন্তত ৫৬৮ জন। এ নিয়ে করোনার থাবায় দেশটিতে মোট প্রাণ হারালেন ৯৬ হাজার ২১৫ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শণাক্ত হয়েছেন ৩৯ হাজার ৪৯ জন। এর মধ্যে চার হাজার ৯৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশে ৪৩ লাখ ২০ হাজার ২৬৬ জন করোনা রোগীর মধ্যে ৩৬ লাখ ৪৭ হাজার ১৬ জন সুস্থ হয়েছেন কিংবা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ইরানে সাত হাজার ৪৮ জন করোনা রোগী আশংকাজনক অবস্থায় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, এক কোটি ৪২ লাখ ২৯ হাজার ১২০ জন ইরানি নাগরিক করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া, ৩৫ লাখ ৩১ হাজার ১৪২ জন দুই ডোজই গ্রহণ করেছেন।#   

পার্সটুডে/এসআইবি/১২

ট্যাগ