প্যারা অলিম্পিকে ২৪ পদক জয়; ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i96926-প্যারা_অলিম্পিকে_২৪_পদক_জয়_ধন্যবাদ_জানালেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
টোকিও’র প্যারা অলিম্পিকে পদকজয়ীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৬:১৪ Asia/Dhaka
  • প্যারা অলিম্পিকে ২৪ পদক জয়; ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা

টোকিও’র প্যারা অলিম্পিকে পদকজয়ীদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ও প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

সর্বোচ্চ নেতা এক অভিনন্দন বার্তায় বলেছেন, ‘মহান আল্লাহর নামে শুরু করছি। আবারও পদক জয়ের মাধ্যমে ইরানি জাতিকে আনন্দিত করায় আমি সম্মানিত প্যারা অলিম্পিক টিমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

এছাড়া ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিও প্যারা অলিম্পিক টিমকে অভিনন্দন জানিয়ে আলাদা বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানি তরুণেরা প্রমাণ করেছে তারা যেকোনো বাধা-বিপত্তি উপেক্ষা করে সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম। একইসঙ্গে তিনি প্রশিক্ষকদেরকেও ধন্যবাদ জানান।

টোকিও প্যারা অলিম্পিক ২০২০-তে ইরানি ক্রীড়াবিদরা ২৪টি পদক জিতেছে। এর মধ্যে স্বর্ণপদক রয়েছে ১২টি। এছাড়া তারা ১১ টি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ জিতেছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।