দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মামলা করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i98170-দক্ষিণ_কোরিয়ার_বিরুদ্ধে_মামলা_করবে_ইরান
দক্ষিণ কোরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের যে বিপুল পরিমাণ অর্থ আটক রয়েছে তা দ্রুত ছেড়ে না দিলে সিউলের বিরুদ্ধে মামলা করতে কেন্দ্রীয় ব্যাংককে অনুমতি দেবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান একথা জানিয়েছেন। আইআরআইবি টেলিভিশন চ্যানেল-১কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৩, ২০২১ ১৮:১৫ Asia/Dhaka
  • ইরানের কেন্দ্রীয় ব্যাংক
    ইরানের কেন্দ্রীয় ব্যাংক

দক্ষিণ কোরিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের যে বিপুল পরিমাণ অর্থ আটক রয়েছে তা দ্রুত ছেড়ে না দিলে সিউলের বিরুদ্ধে মামলা করতে কেন্দ্রীয় ব্যাংককে অনুমতি দেবে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান একথা জানিয়েছেন। আইআরআইবি টেলিভিশন চ্যানেল-১কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ কোরিয়ায় ইরানের আটক অর্থ ও দক্ষিণ কোরিয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপ সম্পর্কে এক প্রশ্নের জবাবে আবদুল্লাহিয়ান বলেন, দক্ষিণ কোরিয়ার ওপর আমেরিকার চাপ একটি বাস্তবতা তবে আমরা দীর্ঘদিন ধরে হাসিমুখে ও চোখ বন্ধ করে বসে থাকতে পারি না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান

তিনি জানান, ইরানের কেন্দ্রীয় ব্যাংক সিউলের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। এ নিয়ে তারা চিন্তিত। ফোনালাপের সময় আমরা একটি সমঝোতায় পৌঁছেছি, এখন আমি তার ফলাফল দেখার জন্য অপেক্ষা করছি।”

আমির আবদুল্লাহিয়ান আরো বলেন, তিনি দক্ষিণ কোরিয়ার মন্ত্রীকে বলেছেন যে, গত তিন বছর ধরে ইরান এই অর্থ ছাড়ের বিষয়ে অপেক্ষা করছেন, এটি অগ্রহণযোগ্য। তিনি আরো বলেছেন, যদি কোনো ফলাফল না আসে তাহলে শুধু কথা দিয়ে ইস্যুটির সমাধান করা যাবে না, ইরানের কেন্দ্রীয় ব্যাংক মামলা করবে। তবে ফোনালাপের পর প্রত্যাশিত ফলাফল আসবে বলে তিনি আশা করেন।#       

পার্সটুডে/এসআইবি/৩