ইসলাম ধর্ম গ্রহণ করলেন আন্তর্জাতিক তায়কোয়ান্দোর রেফারি ড. পেটেল
https://parstoday.ir/bn/news/iran-i98990-ইসলাম_ধর্ম_গ্রহণ_করলেন_আন্তর্জাতিক_তায়কোয়ান্দোর_রেফারি_ড._পেটেল
আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি সান্দারমানি পেটেল পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের জন্য আমির আলী নামটি নির্বাচিত করেছেন।
(last modified 2025-10-08T09:10:00+00:00 )
অক্টোবর ২২, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • সান্দারমানি পেটেল (মাঝখানে)
    সান্দারমানি পেটেল (মাঝখানে)

আন্তর্জাতিক তায়কোয়ান্দো রেফারি সান্দারমানি পেটেল পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের জন্য আমির আলী নামটি নির্বাচিত করেছেন।

ভারতের এই নাগরিক তায়কোয়ান্দার বহু আন্তর্জাতিক আসরে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের তায়কোয়ান্দো ফেডারেশনের শহীদদের কবরস্থানের পাশে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেন এই ক্রীড়াবিদ। তিনি মাজহাব হিসেবে শিয়া মাজহাবকে বেছে নিয়েছেন।

৫৭ বছর বয়সী নওমুসলিম আমির আলী গণিতে পিএইচডি করেছেন। ভারতের বিমান বাহিনীর এই অফিসার এফ-ফোরটিন ও এফ-সিক্সটিন জঙ্গি বিমানের টেকনিশিয়ান হিসেবেও কাজ করেছেন।

সান্দারমানি পেটেল ইসলাম ধর্ম গ্রহণের পর বলেছেন, 'আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনা করেছি, গবেষণা করেছি। পবিত্র কুরআনকে আমার কাছে পরিপূর্ণ গ্রন্থ বলে মনে হয়েছে। ইসলাম ধর্মে মানবতা, ন্যায় বিচার ও সততা খুঁজে পেয়েছি।#   '

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন