ইরানের জাতীয় সাংস্কৃতিক বিপ্লবী পরিষদের সদস্যদের নিয়োগ দিলেন সর্বোচ্চ নেতা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী জাতীয় সাংস্কৃতিক বিপ্লবী পরিষদের নতুন সদস্যদের নিয়োগ দিয়েছেন।
সর্বোচ্চ নেতার দপ্তর থেকে আজ আনুষ্ঠানিকভাবে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সর্বোচ্চ নেতা নতুন নিয়োগের সময় পরিষদের সাবেক সদস্যদেরকে আন্তরিকতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।
তিনি নিয়োগপত্রে নতুন পরিষদের সদস্যদের উদ্দেশে লিখেছেন, শুরু থেকেই সাংস্কৃতিক বিপ্লবী পরিষদের দায়িত্ব হচ্ছে দেশের সাংস্কৃতিক পরিস্থিতি ও শিক্ষাকে সংগঠিত করার পাশাপাশি এই দুই ক্ষেত্রে নীতি প্রণয়ন করা। এছাড়া সংশ্লিষ্ট বিভাগগুলোকে বিপ্লবী লক্ষ্য ও আদর্শের দিকে পরিচালিত করা।
সংশ্লিষ্ট বিভাগগুলোর বুদ্ধিবৃত্তিক চাহিদা মেটানো এবং দেশের সাংস্কৃতিক ক্ষেত্রে মূল কেন্দ্রের ভূমিকায় অবতীর্ণ হওয়াও এই পরিষদের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেছেন।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।