শ্রোতাদের মতামত
রেডিও তেহরানের চিঠিপত্রের আসর ‘প্রিয়জন’ এক কথায় অনবদ্য লাগে
মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আষাঢ়ের বৃষ্টিঝরা মনোরম শুভেচ্ছা গ্রহণ করুন। আশা করি আপনারা সকলেই মহান স্রষ্টার কৃপায় সুস্থ আছেন।
২০ জুন সোমবারের ‘প্রিয়জন’ অনুষ্ঠান শুনতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলাম। স্থানীয় পর্যায়ে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে এমনটি হচ্ছিল। দুঃখে মনটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু অনুষ্ঠান শেষ হতে না হতেই এর বাণীবদ্ধ ফাইল প্রিয় আশরাফ ভাই মেসেঞ্জার গ্রুপে পোস্ট করেন। সেটি শুনেই তৃপ্তি পেয়ে দুঃখ ভুলে যাই।
রেডিও তেহরান শ্রোতাদের আবেগ ও অধিকারের প্রতি কতখানি যত্নশীল এটি তারই প্রমাণ বহন করে। নাসির মাহমুদ ভাই, আকতার জাহান আপা ও আশরাফুর রহমান ভাইয়ের গোটা গোটা বচনে পরিবেশিত চিঠিপত্রের আসর ‘প্রিয়জন’ এক কথায় অনবদ্যই লাগে আমাদের কাছে। সকলের জন্য শুভ কামনা।
যুবরাজ ভাইয়ের অডিও বার্তা ভালো লেগেছে। তিনি একজন উদ্যমী সংগঠক। তিনি ও তাহের ভাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় গত ২৭ মে ২০২২ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। তাদের উভয়ের পরিশ্রম ও প্রচেষ্টা খুবই প্রশংসনীয়। অনুষ্ঠানে আগত শ্রোতাবন্ধুদের ধৈর্য ও শৃঙ্খলাবোধ ছিল উল্লেখ করার মতো। আমি মনে করি এটি রেডিও তেহরানের শৃঙ্খলা ও মূল্যবোধ শিক্ষারই সমূজ্জল প্রতিফলন। সংবাদের বস্তুনিষ্ঠতা এবং মূল্যবোধভিত্তিক পরিমিত শৃঙ্খলাবোধের জন্যই রেডিও তেহরানের প্রতি আমাদের এত ভালোবাসা।
গত শনিবার পরিবেশিত ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস শুনলাম। সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়ে গেল। আসলে বিশ্বের বিভিন্ন প্রান্তে সংঘটিত যুদ্ধ মানবতার যে ক্ষতি সাধন করছে তা বর্ণনাতীত। এই যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করা উচিত। অন্যায় পরাস্ত হয়ে ন্যায় এখানে জয়লাভ করুক, অসত্য দূরীভূত হয়ে সত্য এখানে প্রতিষ্ঠিত হোক, জুলুমের অবসান হয়ে মাজলুম এখানে স্বস্তি ফিরে পাক- এই কামনাই আমাদের সর্বক্ষণ।
প্রিয় রেডিও তেহরান সত্যের মশাল যেভাবে বহন করছে তা আরো দৃঢ় হোক এই শুভকামনা দিয়ে আজ শেষ করছি।
শুভেচ্ছান্তে,
ড. সালেহ মতীন
ফাউন্ডার প্রেসিডেন্ট, ইকো ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাব
বাড়ি নং-২৯৮-২৯৯ (এ৫), রোড নং-৫, ব্লক-এ, খিলগাঁও তিলপাপাড়া, ঢাকা-১২১৯, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।