বিশ্লেষণধর্মী সংবাদ মানেই রেডিও তেহরান ও পার্সটুডে
https://parstoday.ir/bn/news/letter-i116320-বিশ্লেষণধর্মী_সংবাদ_মানেই_রেডিও_তেহরান_ও_পার্সটুডে
সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বিশ্লেষণধর্মী সংবাদ অনলাইন সংস্করণ পার্সটুডেকে এক ভিন্নমাত্রা দিয়েছে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোকে আরও গুরুত্ব দিয়ে প্রকাশ করার ফলে পাঠকদের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে পার্সটুডে। বিশ্লেষণধর্মী সংবাদ মানেই রেডিও তেহরান এবং এর অনলাইন সংস্করণ পার্সটুডে।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
নভেম্বর ২৪, ২০২২ ১৬:০০ Asia/Dhaka
  • বিশ্লেষণধর্মী সংবাদ মানেই রেডিও তেহরান ও পার্সটুডে

সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বিশ্লেষণধর্মী সংবাদ অনলাইন সংস্করণ পার্সটুডেকে এক ভিন্নমাত্রা দিয়েছে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদগুলোকে আরও গুরুত্ব দিয়ে প্রকাশ করার ফলে পাঠকদের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে পার্সটুডে। বিশ্লেষণধর্মী সংবাদ মানেই রেডিও তেহরান এবং এর অনলাইন সংস্করণ পার্সটুডে।

আমরা যারা শ্রোতা এবং পাঠক, আমরা সব সময়ই চাই সারা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার আদ্যোপান্ত জানতে। আমাদের সে চাহিদা পূরণ করতে পার্সটুডে এক ভিন্নধর্মী গণমাধ্যম হিসেবে ভিন্নধর্মী ভূমিকা রাখছে।

যেমন- রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে যে সংবাদগুলো পার্সটুডে অনলাইনে প্রকাশিত হয়েছে সেগুলো জীবন্ত ইতিহাসের মত। যেন ইতিহাসের এক বিশাল ডায়েরি।

ইসলামিক রিপাবলিক অব ইরান-এর সংবাদগুলো যেখানে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করে না বা করলেও নেতিবাচকভাবে প্রকাশ করে তখন রেডিও তেহরান এবং পার্সটুডেই প্রধান মাধ্যম হিসেবে হাজির হয়েছে ইতিবাচক সত্য জানাতে। এছাড়া চীন এবং উত্তর কোরিয়ার সংবাদগুলো যেভাবে বিস্তারিত আকারে প্রকাশিত হয় তা অন্যান্য মাধ্যমে কমই পাওয়া যায়।

যেমন- "আমেরিকাকে ‘ঘেউ ঘেউ করা ভীতু কুকুর" বললেন কিমের বোন ইয়োজং।” এই সংবাদটিতে পার্সটুডে যেভাবে বিস্তারিতভাবে প্রকাশ করেছে তা অন্য মিডিয়াতে দেখা যায়নি।

আন্তর্জাতিকতার দিক থেকে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে রেডিও তেহরান এবং পার্সটুডে শ্রোতা এবং পাঠকদের নজর কেড়েছে। রেডিও তেহরান এবং পার্সটুডে ইসলামি বিশ্বের ঐতিহাসিক গণমাধ্যম।

পরিশেষে পরম করুনাময় মহান আল্লাহ তা'আলা সবাইকে ভালো রাখুন।

 

শুভেচ্ছান্তে

এস. এম. হৃদয় রহমান

ফ্রিল্যান্স সংবাদকর্মী এবং মানবাধিকার কর্মী।

ঠিকানা : গৌরীপুর (দক্ষিণ) বাজার আবাসিক এলাকা,

ডাকঘর : গৌরীপুর, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।