'প্রাচীন ইরানের গল্পের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ'
https://parstoday.ir/bn/news/letter-i118936-'প্রাচীন_ইরানের_গল্পের_ভাণ্ডার_অত্যন্ত_সমৃদ্ধ'
পত্রের প্রথমের আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। ১৭ জানুয়ারি তারিখে পবিত্র কোরআন তেলওয়াত ও বাংলা তর্জমা, 'বিশ্বসংবাদ', সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান 'দৃষ্টিপাত', চলতি রাজনৈতিক ঘটনাবলীসহ বিভিন্ন বিষয়ের ওপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান 'দর্পন', ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক পত্রিকার বিশেষ বিশেষ খবর নিয়ে 'কথাবার্তা' এবং ইরানের কালজয়ী গল্পের পসরা নিয়ে 'ইরানি গল্প ও প্রবাদের গল্প' নিয়ে সুন্দরভাবে সাজানো চমৎকার অনুষ্ঠান বরাবরের মতো শুনলাম।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৬, ২০২৩ ১৭:৪৫ Asia/Dhaka
  • 'প্রাচীন ইরানের গল্পের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ'

পত্রের প্রথমের আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। ১৭ জানুয়ারি তারিখে পবিত্র কোরআন তেলওয়াত ও বাংলা তর্জমা, 'বিশ্বসংবাদ', সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান 'দৃষ্টিপাত', চলতি রাজনৈতিক ঘটনাবলীসহ বিভিন্ন বিষয়ের ওপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান 'দর্পন', ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিক পত্রিকার বিশেষ বিশেষ খবর নিয়ে 'কথাবার্তা' এবং ইরানের কালজয়ী গল্পের পসরা নিয়ে 'ইরানি গল্প ও প্রবাদের গল্প' নিয়ে সুন্দরভাবে সাজানো চমৎকার অনুষ্ঠান বরাবরের মতো শুনলাম।

প্রাচীন ইরানের গল্পের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। ইরানের কালজয়ী গল্পের পসরা নিয়ে সুন্দরভাবে সাজানো 'ইরানি গল্প ও প্রবাদের গল্প' আজকের সর্বশেষ পরিবেশনায়। খুবই চমৎকার ও উপভোগ্য ছিল আজকের ইরানি গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠান।

আজকের 'ইরানি গল্প ও প্রবাদের গল্প' অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আক্তার জাহান আপা এবং জনাব গাজী আব্দুর রশিদ সাহেব। নিঃসঙ্গতা নিয়ে ইরানের প্রাচীন গল্প যেমন মজাদার ছিলো তেমনই ছিলো শিক্ষণীয়। নিঃসঙ্গতা তরুণ বা বৃদ্ধ সব বয়সের মানুষের কাছেই কষ্টের। মানুষ সামাজিক জীব। সে একা থাকতে পারে না। কোনো না কোনোভাবে অনেকের সঙ্গে চলতেই হয়। মনের আদান প্রদান করতেই হয়। এটা মানবী একটা প্রবৃত্তি। অথর্ব বুড়ি ও তার বিড়াল নিয়ে চমৎকার ও শিক্ষণীয় গল্প ইরানের কালজয়ী গল্পের পসরা নিয়ে সুন্দরভাবে সাজানো 'ইরানি গল্প ও প্রবাদের গল্প' অনুষ্ঠানে উপহার দেওয়ায় রেডিও তেহরানকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।

ভালো ও সুন্দর থাকবেন। সুস্থ থাকবেন। কোনো ত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এ পত্রে আপাতত ইতি। আবারো কথা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ।

 

মহ:  হাফিজুর  রহমান

চুপী মিলন সংঘ, গ্রাম ও পোষ্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।