'মুসলিম বিশ্বের ঐক্য: আল-আকসা তুফান অভিযানের বড় সাফল্য'
https://parstoday.ir/bn/news/letter-i129900
প্রিয় মহোদয়, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি আমি মাঝেমধ্যে আপনাদের কাছে চিঠি ও মতামত পাঠিয়ে থাকি। তবে একটি এক্সিডেন্টের পর আমার পক্ষে আগের মত নিয়মিত লেখা সম্ভব হয় না। এখন চিঠি লিখতে হয় ছেলে-মেয়ে বা স্বামীর সহযোগিতায়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৬, ২০২৩ ১৯:১০ Asia/Dhaka
  • 'মুসলিম বিশ্বের ঐক্য: আল-আকসা তুফান অভিযানের বড় সাফল্য'

প্রিয় মহোদয়, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি রেডিও তেহরান বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি আমি মাঝেমধ্যে আপনাদের কাছে চিঠি ও মতামত পাঠিয়ে থাকি। তবে একটি এক্সিডেন্টের পর আমার পক্ষে আগের মত নিয়মিত লেখা সম্ভব হয় না। এখন চিঠি লিখতে হয় ছেলে-মেয়ে বা স্বামীর সহযোগিতায়।

রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২১ অক্টোবর বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারিত হয়েছে। সেগুলোর মধ্যে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা খুব ভালো লেগেছে। নিয়মিত এ পরিবেশনাগুলো থেকে আমরা প্রতিদিন বাংলাদেশ, ভারত, ইরান, মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের প্রকৃত খবর পেয়ে থাকি।
 
বর্তমানে ফিলিস্তিন ভাই-বোনেরা দুর্বিসহ জীবন-যাপন করছেন। কথাটা একটু ভুল হলো, আসলে বর্তমানে নয়, তারা তো গত কয়েক দশক ধরেই দুর্বিসহ জীবন-যাপন করছেন। সম্প্রতি ফিলিস্তিনিদের দ্বারা 'আল-আকসা তুফান নামক অভিযান'-এর পর তাদের উপর নির্যাতন আরো বেড়েছে শুধু। তবে আমি মনে করি, এ দুঃখ-কষ্টের প্রতিদান আল্লাহ নিশ্চয় তাদের দেবেন। কেননা, ইতোমধ্যে মুসলিম বিশ্ব এক হয়ে গেছে। যে সৌদি আরবের সাথে ইহুদিবাদি ইসরাইলের ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছিল, সেই সৌদি আরব এখন ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, অপরাপর মুসলিম বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আল-আকসা তুফান অভিযানের এটিই বড় সাফল্য।
 
একই দিন অমর মনীষী আল-ফারাবি ও ঘটনার নেপথ্যে শীর্ষক দুটি নিয়মিত অনুষ্ঠান প্রচারিত হয়। এ দুটি অনুষ্ঠানও আমাদের খুব খুব ভালো লেগেছে। অমর মনীষী অল-ফারাবি ইতোমধ্যে শ্রোতাদের মন কেড়ে নিয়েছে। মুসলিম দর্শন বুঝতে এ অনুষ্ঠানটি খুবই প্রয়োজনীয় বলে মনে করি। একই সাথে বিশ্বের সেরা সেরা দার্শনিকদের চিন্তাধারা সম্পর্কেও আমাদের জানার সুযোগ হচ্ছে।
 
টেনশন ছিল নতুন ধারাবাহিক ‘ঘটনার নেপথ্যে’ নিয়ে। কিন্তু অনুষ্ঠান শোনার পর বুঝতে পারলাম, নতুন এ ধারাবাহিকটিও শ্রোতাদের মন জয় করে নিতে সক্ষম হবে।
 
‘ঘটনার নেপথ্যে’ সত্যিই এক অসাধারণ অনুষ্ঠান হয়ে উঠবে। বিশ্বের মিডিয়া মোগলরা কিভাবে অপপ্রচার চালিয়ে মুসলমান সমাজকে হেয় করছে, তা জানা যাচ্ছে এ অনুষ্ঠান থেকে। সাধারণ্যে প্রচলিত অনেকগুলো ভুল ভাঙবে এ অনুষ্ঠানটি শোনার পর।

আমি ভাবছি, এ অনুষ্ঠানটি যদি অমুসলিমরা শুনতো, তাহলে তারা বুঝতো ইহুদি-আমেরিকা কিভাবে মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করছে। কিভাবে তারা একটি ঘটনাকে বিকৃত করে প্রচার করে একটি জাতিগোষ্ঠীকে অবমাননা করছে। অমুসলিমরা এসব তথ্য জানতে পারলে মুলমানদের প্রতি তাদের শ্রদ্ধা ও সম্মান বহুগুণে বেড়ে যেত।

এমন গুরুত্বপূর্ণ একটি ধারাবাহিক শুরু করায় রেডিও তেহরানের বাংলা বিভাগকে অনেক অকে ধনবাদ জানাই।  
 

ধন্যবাদান্তে,

শরিফা আক্তার পান্না
(অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ)
ছায়াপ্রস্থ, ২০৬/১ খড়ম পট্টি
কিশোরগঞ্জ-২৩০০,বাংলাদেশ।
 

 পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।