'ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ আমি হাতছাড়া করি না'
https://parstoday.ir/bn/news/letter-i134520-'ঘরে_বসে_বিশেষজ্ঞ_চিকিৎসকের_পরামর্শ_পাওয়ার_সুযোগ_আমি_হাতছাড়া_করি_না'
আসসালামু আলাইকুম, পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলে আছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৬:৪২ Asia/Dhaka
  • 'ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ আমি হাতছাড়া করি না'

আসসালামু আলাইকুম, পত্রের প্রথমেই আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। আশা করি আল্লাহর রহমতে সকলে কুশলে আছেন।

স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য বিষয়ে আমাদের যত্নবান হতে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্যকথা খুবই উপযোগী। প্রতি বুধবার আমার জন্য একটি বিশেষ দিন কারণ ঘরে বসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার সুযোগ আমি কোনোমতেই হাতছাড়া করি না। গাজী আবদুর রশিদ ভাই খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা ও পরিবেশন করে থাকেন।

১৪/০২/২০২৪ তারিখে Hemorrhoids বা পাইলস নিয়ে 'স্বাস্থ্যকথা' অনুষ্ঠানে আলোচনা বর্তমান সময়ে সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। পাইলস নিয়ে বাংলাদেশের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্টার ও পাইলস বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান খুবই সুন্দর গুরুত্ব সহকারে আলোচনা করছেন। বিষয়ে বিস্তারিত জানতে ও বুঝতে পারলাম। পাইলস রোগটা আসলে কী, পাইলসের বিভিন্ন কাজ, পাইলসের লক্ষণ এবং এই রোগের প্রাথমিক কয়েকটি বিষয়ে জানতে ও বুঝতে সক্ষম হলাম। এমন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ আমাদের খুবই উপকারে আসে। আর ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দেওয়ার জন্য আমি রেডিও তেহরান বাংলা বিভাগের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। 

রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে সুন্দর, আকর্ষণীয়, জ্ঞানবর্ধক ও গঠনমূলক অনুষ্ঠান উপহার দেওয়ার ক্ষেত্রে কোনো জুড়ি নেই। চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই l

আবারও কথা হবে ইনশাআল্লাহ l সবাই ভালো থাকবেন l সুন্দর ও সুস্থ থাকবেন l আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো l খোদা হাফেজ l 

 

মহ: হাফিজুর রহমান 
চুপী মিলন সংঘ 
গ্রাম ও পোস্ট: চুপী, জেলা: বর্ধমান
পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫