'প্রিয়জন ছিল শ্রোতাদের অক্সিজেন গ্রহণ করার জায়গা'
(last modified Thu, 14 Mar 2024 08:42:48 GMT )
মার্চ ১৪, ২০২৪ ১৪:৪২ Asia/Dhaka
  • 'প্রিয়জন ছিল শ্রোতাদের অক্সিজেন গ্রহণ করার জায়গা'

প্রিয় জনাব/জনাবা, চিঠির শুরুতে আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সবাই সুস্থ শরীরে ভালো ও কুশলেই আছেন। এদিকে আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

প্রতিদিনের মত ১১ মার্চ তারিখের আমি যথারীতি প্রিয় বেতার রেডিও তেহরানের প্রচারিত ও পরিবেশিত প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে শ্রবণ করেছি। 

ওইদিন রেডিও তেহরানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় অনুষ্ঠান 'প্রিয়জন' আসরটি উপস্থাপন করেন গাজী আব্দুর রশিদ ভাই, আশরাফুর রহমান ভাই ও আকতার জাহান আপা। অনুষ্ঠানের শুরুতে আসন্ন ফার্সি নববর্ষ থেকে রেডিও তেহরানের অনুষ্ঠান পরিবর্তন সংক্রান্ত ঘোষণাটি শুনে আমি ভীষণভাবে মর্মাহত হয়েছি! রেডিও তেহরানের বাংলা বিভাগের ইতিহাসে আজকের প্রিয়জন আসরটিই যে শেষ প্রিয়জনের আসর- এটা আমি ভাবতেই পারছি না বা আমার মত কেউই জানতেন না! প্রিয়জন আসরটি ভবিষ্যতে আর কোন দিন প্রচারিত হবে না জেনে আমার মত শত-সহস্র শ্রোতা বন্ধু দারুণভাবে কষ্ট ও দুঃখ পেয়েছেন!

সত্যি কথা বলতে কী, আমি বা আমরা আশা করি নাই যে, রেডিও তেহরান এভাবে হঠাৎ করে আমাদের প্রাণের অনুষ্ঠান 'প্রিয়জন' আসরটি বন্ধ করে দেবে! শ্রোতাদের অভিমত প্রকাশের প্লাটফর্ম, শ্রোতাদের অক্সিজেন গ্রহণ করার জায়গা এবং শ্রোতাদের মনের ভাব প্রকাশের স্থান হলো প্রিয়জন আসর। আর এই শ্রোতানন্দিত প্রিয়জন আসরটি বন্ধ করে কর্তৃপক্ষ বিশাল ভুল করতে যাচ্ছেন! প্রিয়জন আসরটি বাংলা বিভাগের প্রাণ! প্রাণ ছাড়া কি কোন অনুষ্ঠান চলতে পারে?

আমি রেডিও তেহরানের একজন সিনিয়র শ্রোতা হিসাবে বিশেষ ভাবে অনুরোধ করছি যে, আপনারা অনুগ্রহ পূর্বক 'প্রিয়জন' আসরটি বন্ধ না করে যথারীতি চালু রাখার যথা সাধ্য চেষ্টা করবেন। তাহলে শ্রোতা বন্ধুরা খুশি হবেন।

এবার প্রিয়জন আসরে ভারত ও বাংলাদেশের গুণি শ্রোতা বন্ধুদের লিখা সুন্দর সুন্দর ৯টি চিঠির মধ্যে আমার লিখা ই-মেইলটি পড়ে শোনানোর জন্য আমি ভীষণ খুশি হয়েছি। কারণ ভবিষ্যতে যদি আর কোন দিন "প্রিয়জন" আসরটি প্রচারিত না হয়, তাহলে আমার লিখা এই ই-মেইল টি ইতিহাস হয়ে থাকবে। সর্বশেষ প্রিয়জন আসরে রেজওয়ান হোসেন ভাইয়ের স্ত্রী 'আসমা হুমায়রা' ভাবীর চমৎকার সাক্ষাৎকারে রেডিও তেহরান ও ইরান সম্পর্কে তার কথাবার্তা শুনে আমি দারুণভাবে খুশি ও মুগ্ধ হয়েছি।

আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং  নিরাপদে থাকবেন নিরন্তর। আল্লাহ হাফেজ।

 

আপনাদেরই গুণমুগ্ধ সিনিয়র শ্রোতা

মোঃ মোখলেছুর রহমান

মহাপরিচালক, বাংলাদেশ ডি-এক্স ক্লাব ইন্টারন্যাশনাল,

খাদিমপুর বাজার, পোঃ বহলবাড়িয়া - ৭০৩০,

জেলা : কুষ্টিয়া, বাংলাদেশ॥

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ