‘১২ জুলাই প্রিয়জনের আসরে বসেছিল নবীন-প্রবীণ শ্রোতাদের মিলনমেলা’
https://parstoday.ir/bn/news/letter-i94644-১২_জুলাই_প্রিয়জনের_আসরে_বসেছিল_নবীন_প্রবীণ_শ্রোতাদের_মিলনমেলা’
প্রিয় মহোদয়, লেখনির প্রারম্ভে একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আমি রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের একজন নিয়মিত শ্রোতা। বিশ্বের বেশ কয়েকটি বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনে থাকলেও রেডিও তেহরানের মতো তথ্যবহুল, সময়োপযোগী ও ব্যতিক্রম বৈশিষ্ট্যধর্মী অনুষ্ঠান অন্য কোন বেতারে খুঁজে পাই না। আর তাই প্রতিনিয়ত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে যাচ্ছি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ১৬, ২০২১ ১৩:৫০ Asia/Dhaka
  • ‘১২ জুলাই প্রিয়জনের আসরে বসেছিল নবীন-প্রবীণ শ্রোতাদের মিলনমেলা’

প্রিয় মহোদয়, লেখনির প্রারম্ভে একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আমি রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের একজন নিয়মিত শ্রোতা। বিশ্বের বেশ কয়েকটি বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনে থাকলেও রেডিও তেহরানের মতো তথ্যবহুল, সময়োপযোগী ও ব্যতিক্রম বৈশিষ্ট্যধর্মী অনুষ্ঠান অন্য কোন বেতারে খুঁজে পাই না। আর তাই প্রতিনিয়ত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে যাচ্ছি।

গত ১২ জুলাই রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনছিলাম। নিয়মিত পরিবেশনা বিশ্ব সংবাদ ও দৃষ্টিপাতের পর প্রচার হয়েছিল শ্রোতাদের চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠান প্রিয়জন। প্রিয়জনের আসরটি শ্রোতাদের নিকট খুবই প্রিয়। শ্রোতারা সারা সপ্তাহ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে কবে সোমবার আসবে আর তারা প্রিয়জনে তাদের চিঠির জবাব পাবে। এ জন্য চাতকের কাছে এক ফোঁটা জলের অপেক্ষার ন্যায়।

১২ জুলাই তারিখের প্রিয়জনের আসরে নবীন-প্রবীণ শ্রোতাদের এক মিলন মেলা বসেছিল। অনুষ্ঠানের শুরুতে প্রবীণ দুই ডিএক্সার বন্ধু ভারতের আব্দুস সালাম সিদ্দিক ও ঝিনাইদহের নজরুল ইসলামের চিঠির জবাব দেয়া হয়। আব্দুস সালাম সিদ্দিক ভাইয়ের চিঠিতে তার প্রথম রেডিও তেহরান শোনার অভিজ্ঞতা শুনে বেশ ভালো লেগেছিল। প্রবীণ শ্রোতা বন্ধুরা আমাদের নবীনদের অনুপ্রেরণা। এছাড়া ভারতের নিয়মিত শ্রোতা নিজামুদ্দিন সেখের সাক্ষাৎকার বেশ উপভোগ করেছি। রেডিও তেহরান নিয়ে তার বিশ্লেষণ অসাধারণ ছিল। এছাড়া অনুষ্ঠানের শেষে ‘হাবিবি’ শিরোনামের গানটি বেশ ভালো লেগেছে।

এর একদিন আগে অর্থাৎ ১১ জুলাই তারিখেও রেডিও তেহরানের সাথে যুক্ত হয়েছিলাম। অনুষ্ঠানের শুরুতে মনোমুগ্ধকর কুরআন তেলওয়াত আমার মনকে প্রশান্ত করে দিয়েছিল। অন্যান্য নিয়মিত পরিবেশনার পর সাপ্তাহিক আয়োজন 'আসমাউল হুসনা'তে মহান আল্লাহর গুণবাচক নাম 'হাফিজ' সম্পর্কে আলোচনা করা হয়। হাফিজ শব্দের অর্থ ‘সবসময়ের রক্ষাকারী বা সদা সংরক্ষক’। এই গুণের কারণে মহান আল্লাহ যতদিন তার সৃষ্টির থাকার বিষয়কে কল্যাণ মনে করেন ততদিন ঐ সৃষ্টিকে ধ্বংস বা ক্ষয়িষ্ণুতার হাত থেকে রক্ষা করেন। মহান আল্লাহর গুণবাচক 'হাফিজ' নামটি পবিত্র কুরআনে মোট ৩ বার এসেছে। 

এছাড়া এদিন সাপ্তাহিক 'আদর্শ মানুষ গড়ার কৌশল' শীর্ষক ধারাবাহিকের ১৮ তম পর্বে পরিবারের সদস্যদের বিশেষ করে শিশু কিশোরদের জীবনের উপর আধুনিক নানা প্রযুক্তি ও টেলিভিশনের ভুমিকা সম্পর্কে আলোকপাত করা হয় যা শুনে অনেক কিছু জানতে পেরেছি।

সুন্দর ও তথ্যসমৃদ্ধ অনুষ্ঠান পরিবেশনার জন্য রেডিও তেহরান কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ।


শাওন হোসাইন
সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ
গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ
থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী
বাংলাদেশ

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।