‘ছোট্ট মণিদের অংশগ্রহণে রেডিও তেহরানের ঈদের অনুষ্ঠানটি ছিল অনবদ্য’
https://parstoday.ir/bn/news/letter-i95014-ছোট্ট_মণিদের_অংশগ্রহণে_রেডিও_তেহরানের_ঈদের_অনুষ্ঠানটি_ছিল_অনবদ্য’
আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহ্‌। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরান গত ২২ জুলাই রংধনু আসরে বিশেষ অনুষ্ঠান ‘ত্যাগের ঈদ’ আমাদের উপহার দিয়েছে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনার দায়িত্বে মুহম্মদ আশরাফুর রহমান ভাই। আশরাফ ভা‌ইয়ের সুন্দর বিন্যাসে আর গাজী আবদুর রশিদ ভাই ও আক্তার জাহান আপার সুন্দর পরিবেশনায় সর্বোচ্চ পর্যায়ের মনোমুগদ্ধকর অনুষ্ঠান ছিল ওইদিনের রংধনুর আসর। রংধনু অনুষ্ঠানটি ভীষণভাবে উপভোগ করেছি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুলাই ২৫, ২০২১ ১৩:০০ Asia/Dhaka
  • ‘ছোট্ট মণিদের অংশগ্রহণে রেডিও তেহরানের ঈদের অনুষ্ঠানটি ছিল অনবদ্য’

আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহ্‌। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরান গত ২২ জুলাই রংধনু আসরে বিশেষ অনুষ্ঠান ‘ত্যাগের ঈদ’ আমাদের উপহার দিয়েছে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনার দায়িত্বে মুহম্মদ আশরাফুর রহমান ভাই। আশরাফ ভা‌ইয়ের সুন্দর বিন্যাসে আর গাজী আবদুর রশিদ ভাই ও আক্তার জাহান আপার সুন্দর পরিবেশনায় সর্বোচ্চ পর্যায়ের মনোমুগদ্ধকর অনুষ্ঠান ছিল ওইদিনের রংধনুর আসর। রংধনু অনুষ্ঠানটি ভীষণভাবে উপভোগ করেছি।

ছোট মণিদের কথামালা, কবিতা ও গানে কুরবানি ঈদের আদর্শ ও মহত্ব প্রকাশ পেয়েছে অসাধারণভাবে। রংধনুর সুন্দর আয়োজন খুবই মনোমুগ্ধকর ছিল এটা বলতেই হবে। গান, কবিতা, ঈদের স্মৃতি ও কুরবানির শিক্ষা নিয়ে সাজানো অপূর্ব সুন্দর ও মনোগ্রাহী এই বিশেষ অনুষ্ঠানটি এককথায় ছিল অনবদ্য।

অনুষ্ঠানের শুরুতেই সাঈদ ওসমানের কথায়, মুহাম্মদ বদরুজ্জামানের সুরে ‘এলো ঈদুল আজহা এলো- এলোরে কুরবানি’ শিরোনামে মন ছোঁয়া একটি গান শুনলাম কলরব শিল্প গোষ্ঠীর সদস্য শাকিব, গালিব, খালিদ, নাসরুল্লাহ ও মামুনের কণ্ঠে। তাহিয়ার কাছে ঈদ নিয়ে সুন্দর কথামালা এবং ‘কুরবানির ঈদ’ শিরোনামে কুরবানির শিক্ষা বিষয়ক কবিতা, রাহেলার কাছে কুরবানি ঈদের পারিবারিক গল্প ও ‘ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ’ শিরোনামে কবিতা, অনাহিতার কাছে নানী বাড়ির ঈদের স্মৃতি আর ঈদের ফার্সি কবিতা এবং নিবরাসের কাছে ‘ঈদের চাঁদ’ কবিতা- আনন্দের পরিবেশ সব কিছুই আমার মনকে ভরিয়ে দিয়েছে।

রংধনুর এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনাহিতা, রেডিও তেহরানের উপস্থাপিকা আক্তার জাহান আপার মেয়ে, রাহেলা চৌধুরী আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি যুবরাজ চৌধুরী- ভাইয়ের মেয়ে, মো. হাবিবুর হক মিঞা নিবরাস, রাহেলার খালাত ভাই আর তাহিয়া সুলতানা, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিক্ষক এবং রেডিও তেহরানের শ্রোতা মর্জিয়া আক্তার জোলি আপার মেয়ে। ধন্যবাদ ছোট্ট মণিদেরকে। অসাধারণ প্রতিভাসম্পন্ন ছোট্ট মণিদেরকে কী ভাষায় প্রসংশা করব সে ভাষা আমার জানা নেই। দোয়া, আদর্শ মানুষ হওয়ার।

ঈদের কথা শুনলেই আনন্দে ভরে ওঠে ছোট-বড় সবার মন। হৃদয়ে বয়ে যায় খুশির জোয়ার, আর আন্দোলিত হয় প্রাণ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং তার জন্য একনিষ্ঠ আত্মত্যাগের সবচেয়ে বড় উৎসবের নাম ঈদুল আজহা। এই দিনটি খোদার কাছে আমাদের ভালোবাসাকে প্রকাশ করার দিন। এই দিন আমাদের শেখায় ভোগ নয়, ত্যাগেই রয়েছে অপার আনন্দ। 

সুন্দর, আকর্ষণীয়, মনোমুগ্ধকর, উপভোগ্য অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ত্যাগের উজ্জ্বল মহিমা আর অফুরন্ত আনন্দের সৌগাত নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঈদ মুবারক। 

আজকের মতো এ পত্রে বিদায়। কথা হবে আগামী পত্রে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। 

 

মহ:  হাফিজুর  রহমান

ইন্টারন্যাশনাল  মিতালি লিসনার্স  ক্লাব

গ্রাম ও পোস্ট- চুপী, জেলা- বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫