সম্মিলিত কণ্ঠে 'আসমাউল হুসনা' পাঠ করল ইরানের 'দুখতারানে আলবোর্জ' গোষ্ঠী
https://parstoday.ir/bn/news/religion_islam-i135668-সম্মিলিত_কণ্ঠে_'আসমাউল_হুসনা'_পাঠ_করল_ইরানের_'দুখতারানে_আলবোর্জ'_গোষ্ঠী
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে মহান আল্লাহর গুণবাচক নামসমুহ বা আসমাউল হুসনা পাঠ করেছে 'দুখতারানে আলবোর্জ'-এর কন্যাশিশু ও কিশোরীরা। তাদের সঙ্গে কণ্ঠ মেলান 'দুখতারানে আলবোর্জ'-এর প্রশিক্ষণ ও বিচারকরা। সম্মিলিত কণ্ঠে পরিবেশিত 'আসমাউল হুসনা' বিচারক ও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ১৬, ২০২৪ ১৬:৪৭ Asia/Dhaka

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের তিন নম্বর টেলিভিশন চ্যানেলের 'মাহফিল' অনুষ্ঠানে মহান আল্লাহর গুণবাচক নামসমুহ বা আসমাউল হুসনা পাঠ করেছে 'দুখতারানে আলবোর্জ'-এর কন্যাশিশু ও কিশোরীরা। তাদের সঙ্গে কণ্ঠ মেলান 'দুখতারানে আলবোর্জ'-এর প্রশিক্ষণ ও বিচারকরা। সম্মিলিত কণ্ঠে পরিবেশিত 'আসমাউল হুসনা' বিচারক ও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।  

মহান আল্লাহর গুণবাচক নামগুলো 'আসমাউল হুসনা' নামে পরিচিতি। নামগুলো ত্রুটিহীন ও পুরোপুরি বাস্তব এবং পরিপূর্ণ অর্থবোধক। একেকটি নাম ধারণ করছে মহান আল্লাহর পরিচিতি সংক্রান্ত অশেষ জ্ঞানের প্রবাহ।

মহান আল্লাহর গুণবাচক নামগুলো 'আসমাউল হুসনা' নামে পরিচিতি। নামগুলো ত্রুটিহীন ও পুরোপুরি বাস্তব এবং পরিপূর্ণ অর্থবোধক। একেকটি নাম ধারণ করছে মহান আল্লাহর পরিচিতি সংক্রান্ত অশেষ জ্ঞানের প্রবাহ।

মহান আল্লাহর সুন্দর নামগুলোর অর্থের অতল গভীরতা পুরোপুরি উপলব্ধি করা কল্পনাতীত। তবুও এই অসীম জ্ঞান-সিন্ধুর বিন্দু বিন্দু জ্ঞানও আমাদের হৃদয়গুলোকে উজ্জ্বল এবং জীবনে বিপ্লব বয়ে আনার জন্য যথেষ্ট।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।