আবারো দুবাই এক্সপোতে হামলার হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী
(last modified Wed, 02 Feb 2022 06:08:14 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১২:০৮ Asia/Dhaka
  • জেনারেল ইয়াহিয়া সারি
    জেনারেল ইয়াহিয়া সারি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় দুবাই এক্সপোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেছেন, "আমরা আবারো পরামর্শ দিচ্ছি নিরাপদ থাকার জন্য আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার করুন।"

এর আগে গত সপ্তাহে দুবাই এক্সপোতে অংশগ্রহণকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তার জন্য আমিরাত ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন জেনারেল সারি।

গত দুই সপ্তাহের মধ্যে ইয়েমেনের সামরিক বাহিনী আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে অন্তত তিন দফা বড় ধরনের অভিযান চালিয়েছে। সর্বশেষ হামলার পর ইয়েমেনের হুথি নেতারা সতর্ক করে বলেছেন, আরব আমিরাত যদি ইয়েমেনে আগ্রাসন বন্ধ না করে তাহলে তাদের জন্য আরো বড় ধরনের বেদনাদায়ক হামলা অপেক্ষা করছে।

ইয়েমেনের এ সমস্ত হুমকি সত্ত্বেও আরব আমিরাত সৌদি জোটে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রেখেছে এবং ইয়েমেনিদের হামলার জবাবে ভয়াবহ বিমান হামলায় অংশ নিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইল সংযুক্ত আরব আমিরাতকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।#

পার্সটুডে/এসআইবি/২