সংযুক্ত আরব আমিরাতের প্রতি সমর্থন
(last modified Wed, 02 Feb 2022 07:15:08 GMT )
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৩:১৫ Asia/Dhaka
  • মার্কিন ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)
    মার্কিন ক্ষেপণাস্ত্র (ফাইল ফটো)

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক প্রেস ব্রিফিংয়ে এ কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বাণিজ্যকেন্দ্র দুবাইয়ে যে সর্বশেষ অভিযান চালিয়েছে তা মোকাবেলা করতে মার্কিন সেনারা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। আরব আমিরাতের প্রতি সমর্থন জানাতে আমেরিকা মূলত এই পদক্ষেপ নিয়েছে বলে জেন সাকি জানান।

তিনি বলেন, আরব আমিরাতের সামরিক বাহিনী হামলা মোকাবেলায় যে প্রচেষ্টা চালিয়েছে তাতে সমর্থন দিয়েছে মার্কিন সেনারা। 

এর আগে সোমবার সকালের দিকে ইয়েমেনের সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে আরব আমিরাতের ওপর বড় ধরনের অভিযান চালায়।

অভিযানের পর আরব আমিরাত দাবি করেছিল যে, তারা তাদের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে অ্যামেরিকার দুই হাজার সেনা মোতায়েন রয়েছে। এছাড়া, আমিরাতে মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান এবং বিপুল সংখ্যক ড্রোন মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২