ইয়েমেনের সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল মুক্ত
সৌদি জোটের হামলা প্রতিহত; বহু ট্যাংক ও সাঁজোয়ান ধ্বংস
-
হাজ্জাহ প্রদেশে ইয়েমেনি সেনা ও হুথি গেরিলাদের অভিযান
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের একটি বড় ধরনের হামলা প্রতিহত করেছে।
ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি সীমান্তবর্তী এলাকায় এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি জোটের হামলা প্রতিহত করার পাশাপাশি সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের হাত থেকে সেখানকার একটি পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (রোববার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টের মাধ্যমে পাহাড়ি অঞ্চল মুক্ত করার কথা ঘোষণা করেন। এছাড়া সৌদি জোট ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরা উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে বলে যে দাবি করেছে তাও জেনারেল সারি নাকচ করেন।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, সৌদি জোটের হামলা প্রতিহত করার অভিযানে জোট সেনা এবং ভাড়াটে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযানে অন্তত ২০০ সেনা ও সন্ত্রাসী নিহত এবং ৪০০’র বেশি আহত হয়েছে।
জেনারেল সারি জানান, ইয়েমেনি সামরিক বাহিনীর অভিযানে সৌদি জোটের ৪০টির বেশি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে এবং দুটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করা হয়। এরমধ্যে চীনা নির্মিত একটি সিএইচ-৪ কম্ব্যাট ড্রোন রয়েছে।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র আরো জানান, তাদের সেনারা সৌদি সীমান্তবর্তী কাসারা পার্বত্যাঞ্চল মুক্ত করতে সক্ষম হয়েছে। আগে এই অঞ্চলটি সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল। জেনারেল সারি তাদের অভিযানের কয়েকটি ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র প্রকাশ করেছেন।#
পার্সটুডে/এসআইবি/২১