ইসরাইলের ধ্বংস সময়ের ব্যাপার: সাইয়্যেদ নাসরুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i104282-ইসরাইলের_ধ্বংস_সময়ের_ব্যাপার_সাইয়্যেদ_নাসরুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল একটি অস্থায়ী ও অবৈধ রাষ্ট্র এবং এটির ধ্বংস সময়ের ব্যাপার মাত্র। তিনি বুধবার লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, “ইহুদিবাদী ইসরাইল হচ্ছে একটি মরণোন্মুখ সরকার।”
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ০৮:২৭ Asia/Dhaka
  • হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল একটি অস্থায়ী ও অবৈধ রাষ্ট্র এবং এটির ধ্বংস সময়ের ব্যাপার মাত্র। তিনি বুধবার লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, “ইহুদিবাদী ইসরাইল হচ্ছে একটি মরণোন্মুখ সরকার।”

হিজবুল্লাহর নেতা বলেন, তিনি সাইবার জগতে একটি ক্যাম্পেইন চালানোর নির্দেশ দিয়েছেন যেখানে ইহুদিবাদী ইসরাইলকে একটি ‘অস্থায়ী সরকার’ বলে উল্লেখ করা হবে।তিনি হিজবুল্লাহকে ‘যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত’ ঘোষণা করে বলেন, “ইসরাইল যদি লেবাননের বিরুদ্ধে একটি যুদ্ধ চাপিয়ে দেয় তখন তাদেরকে আমাদের শক্তি দেখিয়ে দেব।”

লেবানন ২০০০ সালে একবার এবং ২০০৬ সালে আরেকবার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। দু’বারই হিজবুল্লাহ নিজেকে লেবাননের নিরাপত্তার জন্য অপরিহার্য অঙ্গ হিসেবে প্রমাণ করেছে এবং ইসরাইলি সেনাদেরকে পিছু হটতে বাধ্য করেছে।

সাইয়্যেদ নাসরুল্লাহ তার সাক্ষাৎকারে আরো বলেন, আপনি যখন নীরব থাকেন এবং অস্ত্র সমর্পন করেন তখন আপনি প্রকারান্তরে শত্রুকে একথা বলেন যে, ‘আমি দুর্ভাগা ও দুর্বল হয়ে পড়েছি।’ প্রতিরোধ ফ্রন্ট সকল ক্ষেত্রে অতীতের চেয়ে শক্তিশালী হয়েছে বলে জানান হিজবুল্লাহ নেতা। তিনি বলেন, সামরিক দিক দিয়ে হিজবুল্লাহ এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।