কাতিফ প্রদেশে দাফন অনুষ্ঠানে প্রতিবাদি মানুষের ঢল
https://parstoday.ir/bn/news/west_asia-i105174-কাতিফ_প্রদেশে_দাফন_অনুষ্ঠানে_প্রতিবাদি_মানুষের_ঢল
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করা কয়েক ব্যক্তির দাফন অনুষ্ঠানে হাজার হাজার প্রতিবাদী মানুষ অংশ নিয়েছেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে ওই দাফন অনুষ্ঠান কার্যত প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৪, ২০২২ ০৯:০৬ Asia/Dhaka
  • কাতিফ প্রদেশে দাফন অনুষ্ঠানে যোগ দেয়া হাজার হাজার প্রতিবাদী মানুষ
    কাতিফ প্রদেশে দাফন অনুষ্ঠানে যোগ দেয়া হাজার হাজার প্রতিবাদী মানুষ

সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করা কয়েক ব্যক্তির দাফন অনুষ্ঠানে হাজার হাজার প্রতিবাদী মানুষ অংশ নিয়েছেন। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশে ওই দাফন অনুষ্ঠান কার্যত প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ সংক্রান্ত ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়- শিয়া মুসলমান অধ্যুষিত কাতিফ প্রদেশের হাজার হাজার মানুষ ওই দাফন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন

শনিবার সৌদি সরকার একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে। এসব ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস সংশ্লিষ্ট অপরাধমূলক তৎপরতার অভিযোগ এনেছিল সৌদি সরকার। সাম্প্রতিক বছরগুলোতে একদিনে এত বেশিসংখ্যক মানুষকে সৌদি আরব মৃত্যুদণ্ড দেয় নি

মৃত্যুদণ্ড কার্যকর করা ৮১ জনের মধ্যে ৪১ জনই কাতিফ অঞ্চলের নাগরিক। গণ-মৃত্যুদণ্ডের ঘটনার পর সৌদি আরবে এ পর্যন্ত বহু প্রতিবাদ সমাবেশ হয়েছে। অভ্যন্তরীণ এবং আঞ্চলিক বিভিন্ন সংগঠন এই মৃত্যুদণ্ডের নিন্দা ও প্রতিবাদ করে বিবৃতি দিয়েছে

এর মাঝে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কোন কোন ব্যক্তির পরিবারের লোকজনকে ডেকে সৌদি সরকার হুমকি দিচ্ছে যে, আদালতের রায় অবমাননার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে#

পার্সটুডে/এসআইবি/১৪