ইসরাইলি অবস্থানে ইরানের হামলা; ফিলিস্তিনি সংগঠনগুলোর অভিনন্দন
https://parstoday.ir/bn/news/west_asia-i105200-ইসরাইলি_অবস্থানে_ইরানের_হামলা_ফিলিস্তিনি_সংগঠনগুলোর_অভিনন্দন
ইরাকের ইরবিলে ইসরাইলি অবস্থানে ইরানি হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন। তারা বলেছে, ইহুদিবাদী ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৪, ২০২২ ১৭:৩৩ Asia/Dhaka
  • ইসরাইলি অবস্থানে ইরানের হামলা; ফিলিস্তিনি সংগঠনগুলোর অভিনন্দন

ইরাকের ইরবিলে ইসরাইলি অবস্থানে ইরানি হামলাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন। তারা বলেছে, ইহুদিবাদী ইসরাইল কেবল শক্তির ভাষা বোঝে।

গতকাল (রোববার) সকালে ইরাকের ইরবিলে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামি জিহাদের রাজনৈতিক দপ্তরের সদস্য ইউসুফ আল হুসাইনাহ এ সম্পর্কে বলেছেন, ইরান তাদের জাতীয় ইচ্ছাশক্তি বাস্তবায়ন করেছে। তারা এটা করেছে সর্বোত্তম উপায়ে। এটা এমন এক ইচ্ছাশক্তি যা দৃঢ়তার সঙ্গে আগ্রাসনের জবাব দেয়। যেসব দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাদের জন্যও ইরানের এই পদক্ষেপ বড় আঘাত বলে তিনি মন্তব্য করেন।

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিনের গণমাধ্যম দপ্তরের আহমাদ খারিস বলেছেন, ইরাকের ইরবিলে ইসরাইলের গুপ্তচর সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বোমা হামলার মাধ্যমে ইরান প্রমাণ করেছে তারা শক্তিশালী এবং দখলদারদের ক্ষমা করবে না।

রেজিস্ট্যান্স কমিটিস ইন প্যালেস্টাইনের গণমাধ্যম বিষয়ক দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই হামলা ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে প্রতিক্রিয়া এবং এর ফলে প্রমাণিত হয়েছে কেবলমাত্র সত্যিকারের প্রতিরোধই ইহুদিবাদীদের থামিয়ে দিতে পারে।

এছাড়াও ফিলিস্তিনের আরও কয়েকটি সংগঠন মোসাদের ঘাঁটিতে হামলায় সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।