উপসাগরীয় সহযোগিতা পরিষদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল ইয়েমেনের আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i105426-উপসাগরীয়_সহযোগিতা_পরিষদের_আমন্ত্রণ_প্রত্যাখ্যান_করল_ইয়েমেনের_আনসারুল্লাহ
সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাত মীমাংসার জন্য রিয়াদে আলোচনায়  বসতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৯, ২০২২ ১৯:০৯ Asia/Dhaka
  • ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা
    ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা

সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাত মীমাংসার জন্য রিয়াদে আলোচনায়  বসতে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি যে প্রস্তাব দিয়েছে তা নাকচ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।

সংগঠনটি বলেছে, আলোচনার স্থান যদি নিরপেক্ষ হয় এবং ইয়েমেনের ওপর থেকে যদি অবরোধ তুলে নেয়ার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায় তবে তারা সৌদি আরবের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে

আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের শীর্ষ পর্যায়ের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন তিনি বলেন, চলমান সংকট সমাধান খুবই সহজ হবে যদি কিনা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং তাদের ভাড়াটে তাকফিরি সন্ত্রাসীরা শান্তির ব্যাপারে প্রকৃত সদিচ্ছা দেখায়

মোহাম্মদ আলী আল-হুথি

মোহাম্মদ আলী আল-হুথি সুস্পষ্ট করে বলেছেন, সৌদি আরব চলমান যুদ্ধের একটি পক্ষ, কোনো মধ্যস্থতাকারী নয়। ফলে সৌদি আরবে গিয়ে আনসারুল্লাহ আন্দোলন কোনো আলোচনায় যোগ দেবে না

তিনি আরো বলেন, সৌদি আরব ও তার উদ্ধার আঞ্চলিক মিত্রদের ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য লজ্জিত হওয়া উচিত এবং চলমান সঙ্কট সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি#

পার্সটুডে/এসআইবি/১৯