ইয়েমেনের স্বঘোষিত সরকার তেলক্ষেত্র বিক্রি করল আমিরাতের কাছে
https://parstoday.ir/bn/news/west_asia-i108592-ইয়েমেনের_স্বঘোষিত_সরকার_তেলক্ষেত্র_বিক্রি_করল_আমিরাতের_কাছে
সৌদি সমর্থিত ইয়েমেনের স্বঘোষিত সরকার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাবওয়াহ প্রদেশের একটি তেল ক্ষেত্র সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করে দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০২২ ১৭:১৬ Asia/Dhaka
  • ইয়েমেনের এডেন তেল শোধনাগারে একজন কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে (ফাইল ফটো)
    ইয়েমেনের এডেন তেল শোধনাগারে একজন কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে (ফাইল ফটো)

সৌদি সমর্থিত ইয়েমেনের স্বঘোষিত সরকার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাবওয়াহ প্রদেশের একটি তেল ক্ষেত্র সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করে দিয়েছে।

ইয়েমেনের নিউজ ওয়েবসাইট আল-খাবার আল-ইয়েমেন জানিয়েছে, স্বঘোষিত সরকারের তেল মন্ত্রণালয় নিশ্চিত করে বলেছে, সাবওয়াহ প্রদেশের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ বিক্রি করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তেল মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত স্থানীয় একটি কোম্পানির কাছে সেক্টর-ফাইভ হস্তান্তর করা হয়েছে। তবে ওই কোম্পানির নাম উল্লেখ করে নি।  

এর আগে আরেক রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে, ইয়েমেনের স্বঘোষিত সরকার দেশের গুরুত্বপূর্ণ একটি তেলক্ষেত্র দুবাইয়ের কল্পিত একটি কোম্পানির কাছে বিক্রি করেছে। এসব রিপোর্ট থেকে পারিষ্কার হচ্ছে- ইয়েমেনের চলমান যুদ্ধে জড়িয়ে কীভাবে সংযুক্ত আরব আমিরাত লাভবান হচ্ছে।

ইয়েমেনের সাবওয়াহ প্রদেশের যে তেলক্ষেত্রটি বিক্রি করা হয়েছে বলে জানানো হয়েছে তা থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয়। তেলক্ষেত্র বিক্রির মাধ্যমে সৌদি সমর্থিত স্বঘোষিত সরকারের প্রেসিডেন্ট মঈন আবদেল মালিক ও তার মন্ত্রীরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন।#

পার্সটুডে/এসআইবি/৩০