তদন্ত কমিটির প্রতিবেদন; ইসরাইলি নেতাদের বিচার নিশ্চিত করতে বলল হামাস
(last modified Wed, 08 Jun 2022 12:36:09 GMT )
জুন ০৮, ২০২২ ১৮:৩৬ Asia/Dhaka
  • তদন্ত কমিটির প্রতিবেদন; ইসরাইলি নেতাদের বিচার নিশ্চিত করতে বলল হামাস

দখলদার ইসরাইলি নেতৃবৃন্দের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত দখলদারি গোটা অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির কারণ।

অপরাধীদের বিচার না হওয়ায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে বলে এতে উল্লেখ করা হয়েছে। 

হামাস ঐ কমিটির প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বলেছে, ইসরাইলি অপরাধযজ্ঞের বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনের মধ্যদিয়ে দখলদার নেতাদের বিচারের প্রয়োজনীয়তা আবারও স্পষ্ট হয়েছে।

হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনিদের অধিকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ জরুরি। এই বিষয়টিই তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এটা জাতিসংঘ তথা আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে করতে হবে।

১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখলের পর থেকে এখন পর্যন্ত সেখানে হত্যা, নির্যাতন ও দখলবাজি অব্যাহত রয়েছে। কিন্তু ‌ইহুদিবাদী নেতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো।

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।