সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগে ইসরাইল সিরিয়ায় হামলা চালাচ্ছে, ইরানি কর্মকর্তাদের হত্যা করছে
https://parstoday.ir/bn/news/west_asia-i109172-সম্পর্ক_স্বাভাবিকীকরণের_সুযোগে_ইসরাইল_সিরিয়ায়_হামলা_চালাচ্ছে_ইরানি_কর্মকর্তাদের_হত্যা_করছে
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান খালিল আল-হাইয়া বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন বাড়িয়ে দিয়েছে, একইভাবে ইসরাইল ইরানের বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাদের হত্যা করছে। ফিলিস্তিনের আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে খলিল আল-হাইয়া কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৩, ২০২২ ১৭:১৩ Asia/Dhaka
  • খলিল আল-হাইয়া
    খলিল আল-হাইয়া

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান খালিল আল-হাইয়া বলেছেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন বাড়িয়ে দিয়েছে, একইভাবে ইসরাইল ইরানের বিজ্ঞানী এবং সামরিক কর্মকর্তাদের হত্যা করছে। ফিলিস্তিনের আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে খলিল আল-হাইয়া কথা বলেছেন।

ইহুদিবাদী বাহিনী সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে যে বড় রকমের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, ইহুদিবাদীদের আগ্রাসনের মুখে সিরিয়ার জনগণের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা জরুরি, পাশাপাশি সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা দরকার।

হামাস নেতা সুস্পষ্ট করে বলেন, অন্য আরব দেশগুলোর মতো সিরিয়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয় নি বলেই দেশটি আজ ইহুদিবাদীদের হামলার শিকার হচ্ছে। তবে শেষপর্যন্ত সিরিয়া মধ্যপ্রাচ্যে আবার তার নেতৃত্বস্থানীয় ভূমিকায় ফিরতে সক্ষম হবে বলে আশা করেন খলিল আল-হাইয়া।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রীর বৈঠক

তিনি বলেন, আরবদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সুযোগ নিয়ে তেল আবিব লেবাননের জাতীয় সম্পদ লুটপাট করছে, দামেস্ক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং ইরানের ভেতরে দেশটির কর্মকর্তাদেরকে হত্যা করছে। তিনি জোর দিয়ে বলেন, কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পর থেকেই ইসরাইল আল-কুদস শহরে ইহুদিকরণ ও ইহুদি বসতি স্থাপনের তৎপরতা জোরদার করেছে।

খলিল আল-হাইয়া দৃঢ়ভাবে বলেন, ইহুদিবাদী ইসরাইল কোনো মুসলিম অথবা আরব দেশের বন্ধু কিংবা মিত্র হতে পারে না। দখলদার এ শক্তি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হুমকি সৃষ্টি করেছে বলেও মন্তব্য কনে তিনি।#

পার্সটুডে/এসআইবি/১৩