পশ্চিম তীরে ৫০ স্থাপনা ধ্বংস করেছে ইসরাইল; ২২০ ফিলিস্তিনির জীবিকা বন্ধ
https://parstoday.ir/bn/news/west_asia-i112200-পশ্চিম_তীরে_৫০_স্থাপনা_ধ্বংস_করেছে_ইসরাইল_২২০_ফিলিস্তিনির_জীবিকা_বন্ধ
ইহুদিবাদী ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ফিলিস্তিনিদের ৫০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর ফলে ২৮টি শিশুসহ ৫৫ জন ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
আগস্ট ২১, ২০২২ ১০:৫৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনি শিশুর চোখের সামনে তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে ইসরাইল
    ফিলিস্তিনি শিশুর চোখের সামনে তাদের ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ফিলিস্তিনিদের ৫০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এর ফলে ২৮টি শিশুসহ ৫৫ জন ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন।

জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারীর দপ্তর (ওসিএইচএ) শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, পূর্ব জেরুজালেম আল-কুদস ও ‘সি’ এলাকায় এসব স্থাপনা ধ্বংস করা হয়। গত ২ থেকে ১৫ আগস্টের মধ্যে এসব ঘরবাড়ি ভেঙে ফেলা হয় এবং এর ফলে ২২০ ফিলিস্তিনির জীবিকা বন্ধ হয়ে গেছে।

এসব ভবন ভেঙে ফেলার কারণ হিসেবে তেল আবিব দাবি করছে, ইসরাইলের কাছ থেকে ভবন নির্মাণের অনুমতিপত্র না দিয়ে এসব ভবন নির্মাণ করা হয়েছিল। তবে বাস্তবতা হচ্ছে, তেল আবিবের কাছ থেকে এই অনুমতিপত্র আদায় করা একজন ফিলিস্তিনির পক্ষে প্রায় অসম্ভব।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম আল-কুদস’সহ গোটা পশ্চিম তীর দখল করে নেয়। এখন ফিলিস্তিনি এই ভূখণ্ডের স্বঘোষিত মালিক বনে গেছে ইহুদিবাদী ইসরাইল। গত কয়েক দশকে এই দখলীকৃত ভূখণ্ডে শত শত অবৈধ বসতি নির্মাণ করে সেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ধরে আনা হাজার হাজার ইহুদিবাদী শরণার্থীকে থাকতে দেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।