সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন ঘাঁটিতে জোরদার রকেট হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i113436-সিরিয়ায়_সবচেয়ে_বড়_মার্কিন_ঘাঁটিতে_জোরদার_রকেট_হামলা
সিরিয়ায় দখলদার মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে জোরদার রকেট হামলা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে সিরিয়ায় মার্কিন বাহিনীর অন্য একটি ঘাঁটিতে রকেট হামলা হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৩:২৩ Asia/Dhaka
  • সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
    সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

সিরিয়ায় দখলদার মার্কিন বাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে জোরদার রকেট হামলা হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে সিরিয়ায় মার্কিন বাহিনীর অন্য একটি ঘাঁটিতে রকেট হামলা হয়।

সিরিয়ার আল-ওয়াতান পত্রিকা জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর আয-জাওয়ার প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে গতকাল (রোববার) এই রকেট হামলা হয়। পত্রিকাটি জানিয়েছে, এই ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। হামলার পর ঘাঁটি থেকে কালো ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। হামলার পরপরই ঘাঁটির উপরে মার্কিন সেনাদের হেলিকপ্টার উড়তে দেখা গেছে।

এই হামলার পর ওই এলাকা থেকে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার আরবি বিভাগের প্রতিনিধি জানান, এ পর্যন্ত মার্কিন ঘাঁটিতে যত রকেট হামলা হয়েছে গতকালের হামলা তার মধ্যে সবচেয়ে শক্তিশালী। হামলার সময় বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে।

বহুদিন ধরে মার্কিন সেনারা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের নামে সিরিয়ায় দখলদারিত্ব কায়েম করে রেখেছে। এর বিরুদ্ধে এখন প্রতিরোধকামী সংগঠনগুলো রুখে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৯