আফগান অভিবাসী সংকট:
পাকিস্তানে শত শত অভিবাসীকে গ্রেফতারের প্রতিবাদ জানালো আফগান সরকার
তালেবান সরকার পাকিস্তানে আফগান অভিবাসীদের আটকের প্রতিবাদ জানিয়েছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ পাকিস্তানে শত শত আফগান অভিবাসীদের আটকের প্রতিবাদ জানায়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং পুলিশ প্রায় ১ হাজার আফগান অভিবাসীকে গ্রেপ্তার করেছে। আটক আফগান অভিবাসীদের শতকরা ৪০ ভাগেরই বৈধ কাগজপত্র রয়েছে বলে জানানো হয়েছে।
আফগানিস্তানের শাফাকনা বার্তা সংস্থা আরও জানায়, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহহার বালখি আজ অভিবাসীদের সঙ্গে যথার্থ আচরণ করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানে আফগান অভিবাসীদের সঙ্গে অপ্রত্যাশিত আচরণের জন্য দু:খ প্রকাশ করে বলেন: অভিবাসী সমস্যার সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা সফল হয় নি।
আফগানিস্তানে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং তালেবানদের ক্ষমতা গ্রহণের পর বহু আফগান নাগরিক ইরান এবং পাকিস্তানসহ অন্যান্য প্রতিবেশি দেশগুলোতে চলে যায়। পাকিস্তানে সম্প্রতি যারা গেছে তারা সেদেশের আচরণে সন্তুষ্ট নয়। অভিবাসী আফগানরা তাদের অবস্থার অবনতির কারণে বিক্ষোভও করেছে।
প্রায় চার দশক ধরে আফগান অভিবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী জীবন যাপন করছে। রুশ হামলার পর মার্কিন হামলার ঘটনায় লক্ষ লক্ষ আফগান নাগরিক দেশ ছেড়ে শরণার্থী জীবন যাপনে বাধ্য হয়।#
পার্সটুডে/এনএম/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।