ইসরাইলকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করুন: রাশিদা তালিব
(last modified Sat, 07 Jan 2023 13:55:08 GMT )
জানুয়ারি ০৭, ২০২৩ ১৯:৫৫ Asia/Dhaka
  • রাশিদা তালিব
    রাশিদা তালিব

মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনি মুসলিম বংশোদ্ভূত এক প্রতিনিধি ইহুদিবাদী ইসরাইলকে প্রতিনিধি পরিষদের আর্থিক সহায়তা বন্ধ করার দাবি জানিয়েছেন।

রাশিদা তালিব নামের ওই প্রতিনিধি বলেন, ইসরাইলি সেনা এবং ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের আধিপত্যবাদী লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে ফিলিস্তিনিদের শহীদ, আহত কিংবা গ্রেপ্তার করছে। ফিলিস্তিনি সংগ্রামীরাও যে-কোনো উপায়ে ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের জবাব দিয়ে যাচ্ছে।

এক টুইট বার্তায় রাশিদা তালিব ২০২২ সালকে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বেশি মারণাত্মক বছর বলে অভিহিত করেন। তিনি বলেন: মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের উচিত ইসরাইলকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করা। ফিলিস্তিনী বংশোদ্ভুত এই মুসলিম প্রতিনিধি বলেন: ফিলিস্তিনীদের ওপর ইসরাইলি হামলায় ৫০ শিশুসহ অন্তত ২০০ জন শহীদ হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। এ ছাড়াও ৮ শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে ইসরাইলি হামলায়।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।