অস্টিনের সঙ্গে দেখা করতে বিমানবন্দরে যেতে বাধ্য হলেন নেতানিয়াহু
(last modified Fri, 10 Mar 2023 09:59:14 GMT )
মার্চ ১০, ২০২৩ ১৫:৫৯ Asia/Dhaka
  • তেল আবিবে বিক্ষোভ
    তেল আবিবে বিক্ষোভ

হাজার হাজার ইসরাইলি বিক্ষোভকারীর প্রতিবাদ ও সড়ক অবরোধের কারণে তেল আবিব সফরে পৌঁছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বিমানবন্দরের বাইরে বের হতে পারেন নি। ফলে তার সঙ্গে বিমানবন্দরে গিয়ে দেখা করতে বাধ্য হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

বৃহস্পতিবার বিক্ষোভকারীরা তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের বহির্গমন এলাকায় যান চলাচল বন্ধ করে দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সামরিক বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। 

দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরাইলের বিচার বিভাগে সংস্কার করার পরিকল্পনা নেয়ার পর সেখানকার জনগণ তার প্রতিবাদ জানিয়ে আসছেন। তারা বলছেন, বিচার বিভাগ সংস্কারের মাধ্যমে নেতানিয়াহু নিজের দুর্নীতির বিচার বন্ধ করতে চান। এছাড়া, বিচারক নিয়োগের ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তারের মাধ্যমে বিচার বিভাগকে কব্জা করার ষড়যন্ত্র করছেন। 

পুলিশ বৃহস্পতিবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে যা অস্টিনের আগমন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইতালি সফরে রওয়ানা হওয়ার সময়সূচির সঙ্গে কাকতালীয়ভাবে মিলে গেছে। 

রাস্তায় বিক্ষোভের কারণে অস্টিনকে তাড়াহুড়ো করে সফরসূচি পুনঃনির্ধারণ করতে হয়। পরিস্থিতি বিবেচনা করে নেতানিয়াহু বিমানবন্দরে পেন্টাগন প্রধানের সঙ্গে বৈঠক করেন।

অস্টিনের বুধবার এই সফরে ইসরাইল যাওয়ার কথা ছিল এবং তেল আবিবে রাতযাপন করবেন বলে ঠিক হয়। কিন্তু যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। বিক্ষোভ এড়াতে নেতানিয়াহু হেলিকপ্টারে করে বেন গুরিয়ন বিমানবন্দরে উড়ে যান। বৃহস্পতিবার বিকেলে তার দুদিনের সফরে ইতালি যাওয়ার কথা ছিল।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০