৩ ইহুদি বসতি স্থাপনকারী আহত, একজনের অবস্থা গুরুতর
https://parstoday.ir/bn/news/west_asia-i120564-৩_ইহুদি_বসতি_স্থাপনকারী_আহত_একজনের_অবস্থা_গুরুতর
ইহুদিবাদী ইসরাইলের উপকূলীয় শহর তেল আবিবের কেন্দ্রস্থলে এক ফিলিস্তিনি তরুণের গুলিবর্ষণে তিন ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। অধিকৃত পশ্চিমের জেনিন শহরের কাছে তিন ফিলিস্তিনি তরুণকে ইসরাইলি সেনারা গুলি করে শহীদ করার কয়েক ঘন্টা পর এই ফিলিস্তিন তরুণ প্রতিশোধ হিসেবে তেল আবিবের কেন্দ্রস্থলে এই হামলা চালান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১০, ২০২৩ ১৯:৩৮ Asia/Dhaka
  • ঘটনাস্থলে ইসরাইলি সেনারা
    ঘটনাস্থলে ইসরাইলি সেনারা

ইহুদিবাদী ইসরাইলের উপকূলীয় শহর তেল আবিবের কেন্দ্রস্থলে এক ফিলিস্তিনি তরুণের গুলিবর্ষণে তিন ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। অধিকৃত পশ্চিমের জেনিন শহরের কাছে তিন ফিলিস্তিনি তরুণকে ইসরাইলি সেনারা গুলি করে শহীদ করার কয়েক ঘন্টা পর এই ফিলিস্তিন তরুণ প্রতিশোধ হিসেবে তেল আবিবের কেন্দ্রস্থলে এই হামলা চালান।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, ফিলিস্তিনি তরুণ বৃহস্পতিবার রাতে তেল আবিবের ডিজেনগফ স্ট্রিট এবং বেন গুরিয়ন স্ট্রিটের কর্ণারে অবস্থিত একটি ক্যাফের বাইরে এই হামলা চালান। গুলিবর্ষণের পরপরই ওই ফিলিস্তিনি সেখান থেকে পালিয়ে যান তবে এর অল্প কিছুক্ষণ পরই পুলিশের সঙ্গে গোলাগুলিতে শহীদ হন।

ফিলিস্তিনের এক ব্যক্তি জানান, নিহত শহীদ তরুণের নাম মুতাজ সালাহ আল খাজা এবং তার বয়স ২৩ বছর। ইসরাইলি কর্মকর্তারা জানান, চার ইসরাইলি সশস্ত্র ব্যক্তি ওই ফিলিস্তিনিকে হত্যা করে যার মধ্যে দুইজন পুলিশ অফিসার এবং দুজন ইহুদি বসতি স্থাপনকারী।

এদিকে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় সানিরিয়া শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গুলিতে ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ শহীদ হয়েছেন। ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, আজ সকালে কারনি শমরোন অবৈধ বসতির কাছে এই ফিলিস্তিনি তরুণকে হত্যা করা হয়। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, এই ফিলিস্তিনি একটি ইহুদি বসতিতে হামলার চেষ্টা চালালে তাকে এক ইসরাইলি গুলি করে হত্যা করে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১০