যে-কোনো মুহূর্তে ইসরাইল ভেতর থেকে ভেঙে পড়তে পারে: হার্তজগের আশঙ্কা
(last modified Tue, 14 Mar 2023 09:02:22 GMT )
মার্চ ১৪, ২০২৩ ১৫:০২ Asia/Dhaka
  • এসহাক হার্তজগ
    এসহাক হার্তজগ

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আবারও অবৈধ ওই সরকারের পতনের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করেছেন। অভ্যন্তরীণ বিরোধ ও মতপার্থক্য চূড়ান্ত পর্যায়ে ওঠায় ওই মন্তব্য করেন এসহাক হার্তজগ।

বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি জোট সরকার গঠিত হবার পর বিতর্কিত কিছু পদক্ষেপ নেয়ায় প্রেসিডেন্টসহ বিরোধীপক্ষের সঙ্গে বিরোধ বেধে যায়। ওই বিরোধের কারণে অভ্যন্তরীণ সংকট এমন কঠোর অবস্থানে গেছে যে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন স্বয়ং প্রেসিডেন্ট। আলজাজিরা নিউজ নেটওয়ার্ক আরও জানিয়েছে প্রেসিডেন্ট হার্তজগ ইসরাইলের অভ্যন্তরীণ সংকট সম্পর্কে পুনরাবৃত্তি করে বলেছেন: 'আইনি সংস্কার নিয়ে চলমান বিরোধ আমাদের জন্য খুবই বিপজ্জনক'। হার্তজগ আরও বলেন: এই মতবিরোধ ইসরাইলের কূটনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক ফল বয়ে আনতে পারে। তিনি স্বীকার করেন যে ইসরাইল খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধ তাদেরকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। কয়েকদিন আগেও হার্তজগ বলেছিলেন: ইসরাইল ঐতিহাসিক সংকটের মুখোমুখি রয়েছে। যে-কোনো মুহূর্তে ইসরাইল ভেতর থেকেই ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত সপ্তায় তেল আবিব, হাইফা, অধিকৃত কুদস, বের শেবা, রিশোন লেটজিওন এবং হার্জলিয়াসহ অধিকৃত ফিলিস্তিনের উত্তর থেকে দক্ষিণে অসংখ্য শহরে নেতানিয়াহুর অতি-ডানপন্থী মন্ত্রিসভার বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ