ফিলিস্তিনে ইহুদিবাদীদের পাশবিকতা চলছে
রমজানের প্রথম দিনই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল
পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। পশ্চিম তীরের তুলকারাম শহরের কাছে ইজবাত শুফা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।
ইসরাইলি সেনারা ২৫ বছর বয়সি আমির ইমার আবু খাদিজার বাড়িতে হানা দিয়ে তার মাথায় গুলি চালায়।তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গুলিতে আমিরের মাথার খুলি উড়ে যায়। এছাড়া তার শরীরে নিম্নাংশেও গুলি লাগে।
স্থানীয় মানবাধিকার কর্মী মুরাদ দ্রুবি বলেছেন, বিপুল সংখ্যক ইসরাইলি সেনা গ্রামটিতে হানা দিয়ে এর প্রবেশ পথগুলো বন্ধ করে দেয় এবং একটি বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িটি থেকে গুলিবর্ষণের শব্দ শোনা যায় এবং ওই গুলিতে আবু খাদিজা নিহত হন। এই নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় এক নারী ও ১৭ শিশুসহ ৯০ ফিলিস্তিনি নিহত হলেন। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রেস টিভি এ পরিসংখ্যান তুলে ধরেছে।#
পার্সটুডে/এমএমআই/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।