ইসরাইলি কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইন্দোনেশিয়ার হ্যাকার গ্রুপের সাইবার হামলা
ইহুদিবাদী ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে মারাত্মক রকমের সাইবার হামলা চালিয়েছে ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ। যেসব ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে তার মধ্যে রয়েছে পররাষ্ট্র, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
ইসরাইলের জেরুজালেম পোস্ট খবর দিয়েছে যে, হ্যাকার গ্রুপটি নিজেদেরকে ভাল্জসেক টিম নামে পরিচয় দিয়ে সোমবার ঘোষণা করেছে যে, তারা ইসরাইলের পররাষ্ট্র, স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হামলা চালিয়েছে।
এছাড়া, সাম্প্রতিক দিনগুলোতে তারা ইসরাইলের পুলিশ, বাস ও ট্রেন সার্ভিসের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে সেগুলোকে ডাউন করে দিয়েছে।
গত রোববার ভাল্জসেক টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ইসরাইলের গ্যাস স্টেশন, বাস স্টেশন এবং বিমানের ফ্লাইট সংক্রান্ত তথ্য প্রকাশ করেছিল।
কয়েকদিন আগে একটি ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপ ইসরাইলের বিখ্যাত কয়েকটি কোম্পানি এবং ইনস্টিটিউশনের কয়েক ডজন ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে সেগুলোকে অকার্যকর করে দেয়। এরপর ইন্দোনেশিয়ার হ্যাকার গ্রুপটি ইসরাইলে সাইবার হামলা চালালো।
এ ঘটনায় ইসরাইলের হিব্রু ভাষার একটি পত্রিকা জানিয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে ফিলিস্তিনপন্থি হ্যাকার গ্রুপটি ৬০টি ওয়েবসাইটে হামলা চালায়।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮