মার্কিন ভূমিকার নিন্দা ও সমালোচনা করলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী
(last modified Thu, 11 May 2023 11:08:30 GMT )
মে ১১, ২০২৩ ১৭:০৮ Asia/Dhaka
  • তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু
    তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু

তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচনের ওপর প্রভাব বিস্তারের ক্ষেত্রে পশ্চিমা মিডিয়ায় নেতৃত্ব দেয়ার জন্য আমেরিকার সমালোচনা করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু। তিনি বলেন, তুর্কি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমেরিকা জোরালোভাবে পরিকল্পনা নিয়েছে। 

সোইলু বলেন, তুরস্কে আমেরিকার পরিকল্পনা বাস্তবায়নের জন্য পশ্চিমা গণমাধ্যম এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। সাম্প্রতিক দিনগুলোতে আমেরিকা এবং ইউরোপের বেশ কিছু গণমাধ্যম তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে স্বৈরতান্ত্রিক এবং অত্যাচারী শাসক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। বিশ্বের যেসব দেশে আমেরিকার নিজের পছন্দের প্রার্থী থাকে সেখানে ওয়াশিংটন একই ধরনের কাজ করে থাকে।
সুলেয়মান সোইলু বলেন, “তুরস্কের রাজনীতিতে পশ্চিমাদের অনধিকার চর্চার সমস্ত পথ বন্ধ করেছেন প্রেসিডেন্ট এরদোগান। এজন্য পশ্চিমা দেশগুলো তাদের ভিশন বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে। এমন কোনো নির্বাচন নেই যাতে মার্কিন রাষ্ট্রদূত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করেন।”
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে অভিযোগ করেছিলেন যে, আসন্ন নির্বাচনে প্রেসিডেন্সিয়াল ক্যু ঘটাতে পারে আমেরিকা, যেমনটি তারা ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে চেষ্টা করেছিল। এছাড়া, ১৯৬০ এবং ১৯৭১ সালে তুরস্ক যে সামরিক অভ্যুত্থান ঘটেছিল তার জন্যও তিনি আমেরিকাকে দায়ী করেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।