ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে বসতি ছেড়ে পালিয়েছে ১২০০০ ইসরাইলি
(last modified Sun, 14 May 2023 07:39:03 GMT )
মে ১৪, ২০২৩ ১৩:৩৯ Asia/Dhaka
  • ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে বসতি ছেড়ে পালিয়েছে ১২০০০ ইসরাইলি

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের রকেট হামলার ভয়ে গাজা উপত্যকার আশপাশে বসবাসকারী ১২ হাজার ইসরাইলি  অবৈধ ইহুদি বসতি ছেড়ে পালিয়েছে।

ইসরাইলি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসনের মুখে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা রকেট হামলা শুরু করলে এসব ইসরাইলি গাজার আশপাশ ছেড়ে পালিয়ে যায়।

কয়েকদিন আগে ইসরাইলের হিব্রু ভাষার পত্রিকা ইয়েদিওথ অহরোনোথ এক রিপোর্টে জানিয়েছিল যে, সেদরোত শহর থেকে সাড়ে চার হাজার ইসরাইলি পালিয়ে গেছে কারণ তারা ফিলিস্তিনি যোদ্ধাদের রকেট হামলার ভয়ে চরমভাবে উদ্বিগ্ন ছিল।
এদিকে, ইসরাইলের ভেতরে মঙ্গলবার পর্যন্ত রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। ইসরাইলি বাহিনী আশঙ্কা  করছে, ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা অব্যাহত রাখতে পারে। এরইমধ্যে মিশরের মধ্যস্থতায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।