বিশেষজ্ঞ অভিমত
তেলের বিনিময়ে গ্যাসের লেনদেন ইরাক-ইরান সম্পর্ককে শক্তিশালী করবে
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং প্রতিবেশী ইরাকের মধ্যে তেলের বিনিময় গ্যাসের লেনদেনের বিষয়ে যে চুক্তি হয়েছে তা দুদেশের সম্পর্ককে সামগ্রিকভাবে আরো বেশি শক্তিশালী করবে। ইরাকের একজন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরাক ও ইরানের মধ্যে পণ্যের বিনিময়ে বাণিজ্য সম্পন্ন করার পদক্ষেপ মার্কিন ষড়যন্ত্র বানচাল করবে এবং তাতে বাইডেন সরকার হতাশ হবে।
হোসেন আল-কেনানে নামে ইরাকের এই বিশেষজ্ঞ ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরাক ও ইরানের সম্পর্ক নষ্ট করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। অথচ ইরাক ও ইরানের মধ্যে শিল্পগত, রাজনৈতিক কিংবা সামাজিক যেকোনো ধরনের যোগাযোগের ব্যাপারে বাধা দেয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে আমেরিকা।
মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল- সুদানি ঘোষণা দিয়েছেন যে, ইরানের সঙ্গে তার দেশ পণ্যের মাধ্যমে লেনদেন সম্পন্ন করবে। এক্ষেত্রে ইরাক ইরানকে অপরিশোধিত তেল সরবরাহ করবে, বিনিময়ে ইরান থেকে প্রাকৃতিক গ্যাস নেবে ইরাক।
বেশ কয়েক বছর ধরেই ইরান থেকে গ্যাস আমদানির বিষয়ে নিষেধাজ্ঞা ছাড় পেয়ে আসছিল ইরাক। কিন্তু সম্প্রতি বাইডেন প্রশাসন ইরাককে সেই ছাড় দিতে আর রাজি হয়নি। এরপর ইরাক সরকার ডলার বাদ দিয়ে ইরান থেকে তেলের বিনিময়ে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।