সামরিক ঘাঁটিতে ইসরাইলি সেনাকে হত্যা; উদ্বেগে সামরিক কমান্ড
https://parstoday.ir/bn/news/west_asia-i126816-সামরিক_ঘাঁটিতে_ইসরাইলি_সেনাকে_হত্যা_উদ্বেগে_সামরিক_কমান্ড
দখলদার ইসরাইলের দক্ষিণের এক সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৪, ২০২৩ ১৭:৫০ Asia/Dhaka
  • ইসরাইলের আহত এক সেনা (ফাইল ছবি)
    ইসরাইলের আহত এক সেনা (ফাইল ছবি)

দখলদার ইসরাইলের দক্ষিণের এক সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, আজ (সোমবার) সামরিক ঘাঁটিতে মহড়া চলার সময় ঐ সেনা নিহত হয়েছেন। ঐ হত্যাকাণ্ডের পর মহড়া থামিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মহড়া স্থগিত থাকবে।

ইসরাইলি সেনাকে কীভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে কোনো তথ্য দেননি ঐ মুখপাত্র।

এমন সময় সামরিক ঘাঁটিতে এই ইসরাইলি সেনাকে হত্যা করা হয়েছে যখন তাদের সেনাবাহিনীতে মারাত্মক হতাশা বিরাজ করছে। গত কয়েক মাসে বিভিন্ন র‍্যাঙ্কের বেশ কয়েক জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছে এবং ধর্ষণের ঘটনাও বেড়েছে।

গত সপ্তাহে ইসরাইলের একজন সেনা নেতানিয়া শহরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। এই সেনা ২০১৪ সালে গাজা যুদ্ধে অংশ নিয়েছিল। এই সেনা আত্মহত্যা করার দুই দিন পরই তার এক বন্ধু ও সহকর্মী আত্মহত্যা করে। এসব আত্মহত্যার রহস্য সম্পর্কে সুস্পষ্ট তথ্য সরবরাহ করা হচ্ছে না।

এসব ঘটনায় ইসরাইলের সামরিক নেতৃত্ব উদ্বেগের মধ্যে রয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।