দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের কোনো নিরাপত্তা থাকবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i127560-দখলদারিত্বের_অবসান_না_হওয়া_পর্যন্ত_ইসরাইলের_কোনো_নিরাপত্তা_থাকবে_না
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ইসরাইল-বিরোধী সাম্প্রতিক অভিযানের প্রশংসা করে বলেছে, “এই ঘটনা ইহুদিবাদীদের জন্য এই বার্তা বহন করছে যে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমির ওপর দখলদারিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরাইলের জন্য কোনো নিরাপত্তা থাকবে না।” গতকাল (বুধবার) রামাল্লাহ শহরে একজন ফিলিস্তিনি গাড়িচালক একদল ইসরাইল সেনার ওপর গাড়ি চালিয়ে দিলে একজন ইহুদিবাদী সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। পরে ইসরাইলি সেনারা ওই ড্রাইভারকে গুলি করে শহীদ করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২৩ ১৪:৪৯ Asia/Dhaka
  • দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের কোনো নিরাপত্তা থাকবে না

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ইসরাইল-বিরোধী সাম্প্রতিক অভিযানের প্রশংসা করে বলেছে, “এই ঘটনা ইহুদিবাদীদের জন্য এই বার্তা বহন করছে যে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমির ওপর দখলদারিত্ব থাকবে ততক্ষণ পর্যন্ত ইসরাইলের জন্য কোনো নিরাপত্তা থাকবে না।” গতকাল (বুধবার) রামাল্লাহ শহরে একজন ফিলিস্তিনি গাড়িচালক একদল ইসরাইল সেনার ওপর গাড়ি চালিয়ে দিলে একজন ইহুদিবাদী সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। পরে ইসরাইলি সেনারা ওই ড্রাইভারকে গুলি করে শহীদ করে।

এ প্রসঙ্গে হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম গতকাল এক বিবৃতিতে বলেন, পশ্চিম তীরে প্রতিরোধমূলক পদক্ষেপ জোরদার হওয়ার মধ্যদিয়ে একথা পরিষ্কার হয়েছে যে, ইসরাইলবিরোধী প্রতিরোধ লড়াই বাড়ছে এবং এর প্রভাব দিন দিন সম্প্রসারিত হচ্ছে। প্রতিরোধ আন্দোলন এখন এমন পর্যায়ে পৌঁছে যা ইহুদিবাদীরা চরম বর্বরতা চালিয়েও বন্ধ করতে পারবে না। এদিকে, বুধবার নাবলুস শহরে বোমা বিস্ফোরণে ইসরাইলের চার সেনা আহত হওয়ার পর হামাসের আরেক মুখপাত্র মোহাম্মদ হামাযে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই হামলা হচ্ছে দখলদারদের নিরাপত্তা কাঠামো ভেঙে ফেলা এবং তাদের ভঙ্গুর অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে  প্রতিরোধ যোদ্ধাদের বাস্তব অঙ্গীকারের বহিঃপ্রকাশ।

"তিনি বলেন ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে দখলদাররা যে অপরাধ করেছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে। ইসরাইলের বিরুদ্ধে বিজয়কে নিকটবর্তী করার জন্য আমাদের যোদ্ধারা প্রয়োজনীয় সব উপায় অবলম্বন করবে। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি জাতি স্বাধীন হবে এবং প্রতিটি রাস্তা ও জনপদ থেকে ইহুদিবাদীদেরকে বহিষ্কার করা হবে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।